Amit Shah in Bengal: অষ্টমীতে রাজ্যে এসে অঞ্জলি দেবেন অমিত শাহ? জল্পনা উস্কে দিলেন সুকান্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিধানসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যের ধারেকাছে না পৌঁছলেও দুর্গা পুজোকে হাতিয়ার করেই ফের একবার বাঙালি ভাবাবেগকে ছুঁতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
#কলকাতা: দুর্গাপুজোতেও চড়তে পারে রাজনীতির পারদ৷ বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, অষ্টমীর দিন রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
অমিত শাহ দুর্গা পুজোর উদ্বোধনে বাংলায় আসতে পারেন, গত কয়েক দিন ধরেই এমন খবর শোনা যাচ্ছিল৷ রাজ্য বিজেপি-ও সেই চেষ্টা চালাচ্ছিল৷ সল্টলেকে বিজেপি-র নিজস্ব পুজো ছাড়াও সল্টলেকেরই আরও একটি পুজো এবং সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধনের কথা ছিল তাঁর৷ যদিও এ বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷
এ দিন সুকান্ত মজুমদার যে দাবি করলেন, তার পরে অমিত শাহের পুজো উদ্বোধন করার সম্ভাবনা আরও কমল৷ সেক্ষেত্রে দুর্গা পুজোর মধ্যেই বাংলায় আসতে পারেন শাহ৷ দিতে পারেন অঞ্জলিও৷ তবে সুকান্তর কথায় পরিষ্কার,একান্তই যদি অষ্টমীতে নাও হয়, নবমী- দশমীতেও অমিত শাহ রাজ্যে এলে সন্তুষ্ট বঙ্গ বিজেপির নেতারা৷ বিজেপি নেতারা৷
advertisement
advertisement
এর আগে রাজ্যে ভোট প্রচারে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্গা পুজোর আয়োজনে অসহযোগিতার মতো গুরুতর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সল্টলেকে দুর্গা পুজোর উদ্বোধনও সেরে গিয়েছেন তিনি৷
বিধানসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যের ধারেকাছে না পৌঁছলেও দুর্গা পুজোকে হাতিয়ার করেই ফের একবার বাঙালি ভাবাবেগকে ছুঁতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ এখনও তাঁদের পাখির চোখ বাংলা৷ আপাতত ২০২৪-এ রাজ্যে পায়ের তলার নীচে জমি ধরে রাখাও চ্যালেঞ্জ বিজেপি-র কাছে৷ তাই পুজোর মধ্যে অমিত শাহ বাংলায় এসে দুর্গা পুজোর অঞ্জলি দিলে, তা বঙ্গ বিজেপি-র কাছে প্রচারের নতুন হাতিয়ার হয়ে উঠতে পারে৷
advertisement
তবে অমিত শাহের মতো হিন্দিভাষী নেতাদের দুর্গাপুজোয় রাজ্যে নিয়ে হিতে বিপরীত হবে কি না, সেই বিতর্কও মাথাচাড়া দিয়েছে রাজ্য বিজেপি-র অন্দরে৷ কারণ রাজ্য বিজেপি-র নেতাদের একাংশই মনে করেন, সর্বভারতীয় স্তরে জনপ্রিয় হলেও অমিত শাহ, জে পি নাড্ডাদের মতো হিন্দিভাষী নেতাদের দুর্গা পুজোয় নিয়ে এসে বাঙালি আবেগ খুব একটা ছোঁয়া যাবে না৷ বরং বিধানসভা ভোটের মতোই বহিরাগতদের নিয়ে এসে বিজেপি রাজনীতি করছে বলে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 1:20 PM IST

