বঙ্গ বিজেপি-র রাজ্য সফরে মিঠুন, বালুরঘাটে কোথায় থাকবেন মহাগুরু? চলছে টানাপোড়েন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বালুরঘাটে মিঠুনের থাকা নিয়ে সংশয়। বালুরঘাট সার্কিট হাউজে মিঠুনের থাকার ব্যবস্থা করা হলেও শেষ মুহূর্তে ' না' প্রশাসনের। অগত্যা, মিঠুনের থাকার ব্যবস্থা হল মালদহর একটি হোটেলে
#মালদহ: আজ, শনিবার কলকাতা থেকে দলের প্রাক পুজো সম্মেলন কর্মসূচি শুরু করছেন মিঠুন চক্রবর্তী। শুক্রবারই তিনি শহরে পা রেখেছেন। শনিবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে প্রাক পুজো সম্মেলন দিয়ে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির বিশেষ জনসংযোগ কর্মসূচি। আজ সকাল ১১ থেকে বিকেল ৪ পর্যন্ত মিঠুন চক্রবর্তী হেস্টিংস অফিসে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, শনিবার রাতেই তিনি ট্রেনে করে রওনা দেবেন মালদহর উদ্দেশ্যে।
মালদহ স্টেশন থেকে সড়কপথে তিনি যাবেন বালুরঘাট। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র। সেখানে রবিবার মহালয়ার দিন সকাল ১১ থেকে দুর্গোৎসব উপলক্ষে বিজেপির নির্দিষ্ট জনসংযোগ কর্মসূচি, প্রাক পুজো সম্মেলনে বিকেল পর্যন্ত অংশ নেবেন বিজেপির এক্সিকিউটিভ কমিটির তারকা সদস্য মিঠুন চক্রবর্তী। সেদিনই সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউটাউন ক্লাব দুর্গোৎসবের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। সেদিন রাতেই ট্রেনে মহাগুরু রওনা দেবেন কলকাতার উদ্দেশে।
advertisement
advertisement
বালুরঘাটে মিঠুনের থাকা নিয়ে সংশয়। বালুরঘাট সার্কিট হাউজে মিঠুনের থাকার ব্যবস্থা করা হলেও শেষ মুহূর্তে ' না' প্রশাসনের। অগত্যা, মিঠুনের থাকার ব্যবস্থা হল মালদহর একটি হোটেলে। প্রাথমিকভাবে, শনিবার রাতে ট্রেনে রওনা হয়ে কাল সকালে মালদহ স্টেশনে পৌঁছে সেখান থেকে সোজা সড়কপথে বালুরঘাট সার্কিট হাউজে গিয়ে ওঠার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু আপাতত প্ল্যান বদল! সার্কিট হাউজের পরিবর্তে মহাগুরু থাকছেন মালদহ শহরের একটি হোটেলে। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রাক পুজো সম্মেলন উপলক্ষে রাজ্য সফরে এসেছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। আগামীকাল বালুরঘাটে তিনি অংশ নেবেন প্রাক পুজো সম্মেলন এবং বালুরঘাটের একটি পুজোর উদ্বোধনে।
advertisement
বিজেপি নেতৃত্বের বক্তব্য,' তাঁদের যে কোনও রাজনৈতিক কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ- প্রশাসন। মিঠুন চক্রবর্তীর মত একজন ব্যক্তিত্বের ক্ষেত্রেও এবার একইরকমভাবে 'অতিসক্রিয়' ভূমিকা দেখাল পুলিশ- প্রশাসন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মিঠুন চক্রবর্তীর মত একজন তারকার সঙ্গে প্রশাসনের এই আচরণ খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক'।
VENKATESHWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 1:49 PM IST







