West Bengal tourism: খরা কাটিয়ে জমে উঠেছে ভুটানের পর্যটন! লাভের মুখ দেখছেন পর্যটন ব‍্যবসায়ীরা

Last Updated:

West Bengal tourism: ঘুরে দাঁড়াচ্ছে ভুটান-জয়গাঁ পর্যটন।যার কারণে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। বক্সা পর্যটন নিয়ে ডামাডোল পরিস্থিতি অব্যাহত। ভ্রমণ পিপাসুদের ভিড় জমছে ফুন্টশোলিং এলাকায়।

+
ফুন্টশোলিং

ফুন্টশোলিং

আলিপুরদুয়ার: ঘুরে দাঁড়াচ্ছে ভুটান-জয়গাঁ পর্যটন। যার কারণে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। বক্সা পর্যটন নিয়ে ডামাডোল পরিস্থিতি অব্যাহত। ভ্রমণ পিপাসুদের ভিড় জমছে ফুন্টশোলিং এলাকায়।
খরচ সাপেক্ষ ভুটানের পর্যটন। তিন থেকে চারদিন ঘুরতে জন্য এলে পর্যটকদের খরচ হয় ৫০-৬০ হাজার টাকা। মধ্যবিত্ত পর্যটকদের কাছে ভুটান ভ্রমণ স্বপ্নের মতোই।করোনার কারণে ২০২০-২০২২ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে ভুটান গেট। এর ফলে জয়গাঁর পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পরে। জয়গাঁতে পর্যটনস্থল তেমন না থাকলেও ভুটানের কারণে পর্যটকরা আসেন এই এলাকায়। যার কারণে হোটেল ব্যবসা জমে উঠেছে এই শহরে।
advertisement
advertisement
পাশাপাশি জয়গাঁর পর্যটন ব্যবসায়ীরা ভুটান পর্যটনে সহায়তা করেন পর্যটকদের।২০২২-২৩ সালে পর্যটক ভুটানে প্রবেশ করেনি এমনটা নয়। তবে শুধুই তা কিছুটা সময়ের জন্য। ফুন্টশোলিং শহর ঘুরে বেরিয়ে গিয়েছেন। ভুটান থেকে ঘুরেছিলেন ২০% পর্যটক। ২০২৪ সালে ফুন্টশলিং জেলাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করে ভুটানের পর্যটন দফতর। যারফলে ফুন্টশলিং শহরে থাকতে হলে দিতে হয় না ১২০০ টাকা করে এসডিএফ চার্জ। ফুন্টশোলিং থেকে ভুটান ঘুরতে পারছেন পর্যটকরা।
advertisement
২০২৪ এর শেষের দিক থেকে ২০২৫ সাল শুরুতে বেড়েছে ভুটানে পর্যটক সংখ্যা। ৬০% পর্যটক আসছেন। এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী রাজ শা জানান, “পর্যটনে খরা কেটেছে। আমাদের ব্যবসা ভাল হচ্ছে। পর্যটনের সঙ্গে যারা যারা জড়িত তারা লাভবান হচ্ছেন।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal tourism: খরা কাটিয়ে জমে উঠেছে ভুটানের পর্যটন! লাভের মুখ দেখছেন পর্যটন ব‍্যবসায়ীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement