West Bengal tourism: খরা কাটিয়ে জমে উঠেছে ভুটানের পর্যটন! লাভের মুখ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
West Bengal tourism: ঘুরে দাঁড়াচ্ছে ভুটান-জয়গাঁ পর্যটন।যার কারণে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। বক্সা পর্যটন নিয়ে ডামাডোল পরিস্থিতি অব্যাহত। ভ্রমণ পিপাসুদের ভিড় জমছে ফুন্টশোলিং এলাকায়।
আলিপুরদুয়ার: ঘুরে দাঁড়াচ্ছে ভুটান-জয়গাঁ পর্যটন। যার কারণে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। বক্সা পর্যটন নিয়ে ডামাডোল পরিস্থিতি অব্যাহত। ভ্রমণ পিপাসুদের ভিড় জমছে ফুন্টশোলিং এলাকায়।
খরচ সাপেক্ষ ভুটানের পর্যটন। তিন থেকে চারদিন ঘুরতে জন্য এলে পর্যটকদের খরচ হয় ৫০-৬০ হাজার টাকা। মধ্যবিত্ত পর্যটকদের কাছে ভুটান ভ্রমণ স্বপ্নের মতোই।করোনার কারণে ২০২০-২০২২ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে ভুটান গেট। এর ফলে জয়গাঁর পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পরে। জয়গাঁতে পর্যটনস্থল তেমন না থাকলেও ভুটানের কারণে পর্যটকরা আসেন এই এলাকায়। যার কারণে হোটেল ব্যবসা জমে উঠেছে এই শহরে।
advertisement
advertisement
পাশাপাশি জয়গাঁর পর্যটন ব্যবসায়ীরা ভুটান পর্যটনে সহায়তা করেন পর্যটকদের।২০২২-২৩ সালে পর্যটক ভুটানে প্রবেশ করেনি এমনটা নয়। তবে শুধুই তা কিছুটা সময়ের জন্য। ফুন্টশোলিং শহর ঘুরে বেরিয়ে গিয়েছেন। ভুটান থেকে ঘুরেছিলেন ২০% পর্যটক। ২০২৪ সালে ফুন্টশলিং জেলাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করে ভুটানের পর্যটন দফতর। যারফলে ফুন্টশলিং শহরে থাকতে হলে দিতে হয় না ১২০০ টাকা করে এসডিএফ চার্জ। ফুন্টশোলিং থেকে ভুটান ঘুরতে পারছেন পর্যটকরা।
advertisement
২০২৪ এর শেষের দিক থেকে ২০২৫ সাল শুরুতে বেড়েছে ভুটানে পর্যটক সংখ্যা। ৬০% পর্যটক আসছেন। এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী রাজ শা জানান, “পর্যটনে খরা কেটেছে। আমাদের ব্যবসা ভাল হচ্ছে। পর্যটনের সঙ্গে যারা যারা জড়িত তারা লাভবান হচ্ছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 8:59 PM IST
