Tea Garden: বন্ধ চা বাগান, কাজ নেই! দঁসাই পরবও হল না রায়মাটাংয়ে

Last Updated:

Tea Garden: দশমীর পর নেপালি সম্প্রদায়ের অন‍্যতম উৎসব দসাঁইনের আনন্দ ছুঁয়ে যেতে পাড়েনি রায়মাটাং চা বাগানকে।

+
রায়মাটাং

রায়মাটাং বাগান

আলিপুরদুয়ার: দশমীর পর নেপালি সম্প্রদায়ের অন‍্যতম উৎসব দঁসাইয়ের আনন্দ ছুঁয়ে যেতে পাড়েনি রায়মাটাং চা বাগানকে। এই বন্ধ বাগানে পুজোতেও ছিল না আনন্দ। পালিত হচ্ছে না দঁসাই উৎসবও। চা বাগান মালিকের বাড়ি গিয়ে নিজেদের অধিকারের টাকা চাইবেন শ্রমিকরা বলে ঠিক করেছেন।
আগামী সোমবারই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকরা শিলিগুড়িতে স্থিত রায়মাটাং চা বাগান মালিকের বাড়ি ঘেরাও করবেন। রায়মাটাং চা বাগানের সব শ্রমিকরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর শ্রমিকদের বেতন, বোনাস প্রদান না করেই বাগান বন্ধ করে চলে যায় রায়মাটাং চা বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
গত ২১ অক্টোবর রায়মাটাং চা বাগানের শ্রমিকরা শিলিগুড়িতে স্থিত রায়মাটাং চা বাগানের মালিক শ‍্যাম সুন্দর গোয়েলের বাসস্থান ঘেরাও করেছিলেন। সে সময় আশ্বাস মিলেছিল দশমীর পর দেওয়া হবে বকেয়া টাকা। কিন্তু মালিকপক্ষ রাখেননি কথা। বাগান শ্রমিক রাজকুমার ভুজেল জানান, “আমাদের কাছ থেকে উৎসবের আনন্দ কেড়ে নিয়েছে মালিকপক্ষ। এমন নির্দয়ী হয় মানুষ। আমাদের জানা ছিল না। বাগানের নেপালি সম্প্রদায়ের মানুষেরা দঁসাই পালন করছেন না। টিকা এখনও পড়েননি কেউ নিজেদের কপালে। আমরা আমাদের হিসেবের টাকা চাই। তার জন‍্য আমরা আন্দোলনের সব রাস্তায় হাঁটতে রাজি।”
advertisement
advertisement
নেপালি সম্প্রদায়ের মানুষের কাছে দঁসাই উৎসব মানেই ঘরে অতিথিদের আগমন। ঘরে হরেক রকমের পদ তৈরি করা। জমিয়ে খাওয়ার পাশাপাশি টিকা এঁকে দেওয়া একে অপরের কপালে। বন্ধ বাগানে এবারে এই উৎসব পালন হচ্ছে না। এদিকে বাগান কর্তৃপক্ষ বোনাস ও বেতন কবে দেওয়া হবে সেই বিষয়ে মুখ খুলছেন না। বিপাকে শ্রমিকরা। আবারও মালিকের বাড়ি ঘেরাও করে নিজেদের প্রাপ‍্য নিয়ে বাগানে ফেরার অঙ্গীকার করেছেন তাঁরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Garden: বন্ধ চা বাগান, কাজ নেই! দঁসাই পরবও হল না রায়মাটাংয়ে
Next Article
advertisement
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
  • শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী

  • তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়।

  • এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট।

VIEW MORE
advertisement
advertisement