Sadak Suraksha Abhiyan: গোড়াতেই বাঁধন! ট্রাফিক নিয়ম নিয়ে এবার দুর্দান্ত বন্দোবস্ত প্রশাসনের

Last Updated:

১৬-১৮ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

+
পড়ুয়াদের

পড়ুয়াদের সচেতনতামূলক পাঠ 

শিলিগুড়ি: পথ নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করতে এবার স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হল বিশেষ পাঠ। স্কুলপড়ুয়াদের মধ্যে ‘রোড সেফটি’ নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। সম্প্রতি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি সচেতনতা র‍্যালিও বের করা হয়। এই র‍্যালিতে মোট সাতটি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। র‍্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নীলনলিনী বিদ্যামন্দিরে এসে শেষ হয়। এরপর স্কুলে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন করা হয়। এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, “বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠান করা হবে। আগামীতে স্কুলের গণ্ডি পেড়িয়ে পড়ুয়ারা কলেজে যাবে। গাড়ি নিয়ে চলাচল করার সময় তারা যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে সেকারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ১৬-১৮ বছর বয়সী পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাফিক নিয়ম নিয়ে পড়ুয়াদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের বাসগুলি যাতে বেপরোয়াভাবে যাতায়াত না করে তা নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “বাচ্চারা শিখবে যে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। আবার অভিভাবকদের বলা হবে, যাতে তারা জোড়ে বা সিট বেল্ট না পরে গাড়ি না চালায়।” এছাড়াও স্কুল চত্বরের দেওয়ালে ঝোলানো থাকবে ট্রাফিকের নিয়মাবলী এবং স্লোগান।
advertisement
যেভাবে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে পরিবহণ দফতর। তাই একেবারে গোড়া থেকেই পথ নিরাপত্তা সচেতনতা গড়ে তুলতে শিক্ষা দফতরের সহযোগে একসঙ্গে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের কথায়, ছোট থেকেই ঝুঁকিটা বুঝলে, বড় হয়ে এই শিশুরা আরও সচেতন হবে, এবং তাদের অভিভাবক ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারবে। #NationalHighwaysAuthorityofIndia
advertisement
#NHAI
#MinistryOfRoadTransportAndHighways
#MORTH
#NitinGadkari
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: গোড়াতেই বাঁধন! ট্রাফিক নিয়ম নিয়ে এবার দুর্দান্ত বন্দোবস্ত প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement