North Bengal News: রক্তাক্ত চা বাগান! লুপ্তপ্রায় জনজাতি মহিষাসুরের বংশধরের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Last Updated:

North Bengal News: শুক্রবার সকালে বাগানের গেটের কাছে কাঞ্চা অসুরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান বাগানের অন্যান্য শ্রমিকরা। সঙ্গে সঙ্গে বষয়টি নাগরাকাটা থানার পুলিশ আধিকারিকদের জানানো হয়।

চা বাগানে রহস্য মৃত্যু
চা বাগানে রহস্য মৃত্যু
ডুয়ার্স : লুপ্তপ্রায় জনজাতি অসুর সম্প্রদায়ের এক পৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়িয়ে পরে চা বাগান চত্বরে। ঘটনার তদন্তে নেমেছে নাগরাকাটা থানার পুলিশ। যদিও খুন বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কেরন চা বাগানে বসবাস অসুর সম্প্রদায়ের (North Bengal News)।  যারা নিজেদের মহিষাসুরের বংশধর বলে দাবী করে থাকেন। সেই সম্প্রদায়ের এক বয়স্ক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটা  ব্লকের ভূটান সীমান্তের ক্যারন চা বাগানে। মৃত ব্যক্তির নাম কাঞ্চা অসুর(৫০)। বাড়ি চা বাগানের মানু লাইন শ্রমিক মহল্লায়।
শুক্রবার সকালে বাগানের গেটের কাছে কাঞ্চা অসুরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান বাগানের অন্যান্য শ্রমিকরা (North Bengal News)। সঙ্গে সঙ্গে বষয়টি নাগরাকাটা থানার পুলিশ আধিকারিকদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন নাগরাকাটা থানার আই সি কৌশিক কর্মকার। দ্রুত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
পুলিশ,ও স্থানীয় মানুষদের প্রাথমিক ধারনা কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে। একই দাবি মৃতের পরিবার সুত্রেও। জানা যায়, মৃত ব্যাক্তি শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম (North Bengal News) ছিলেন। এদিক ওদিক দিন মজুরি করে তাঁর জীবন চলত। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। তাহলে কি কারণে তাঁকে খুন করা হল তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ।
advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, আমায় স্থানীয় বাসিন্দারা ফোন  করে জানায় কাঞ্ছা অসুর নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখতে পাই কাঞ্ছা অসুর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিশেষভাবে সক্ষম ছিল কাঞ্ছা অসুর  তথাপি সে ছোটোখাটো কাজ করে  নিজের পেট চালাতো। খুব ভালো মানুষ ছিল। কী ভাবে কারা মেরেছে তাঁকে তা জানি না। আমরা চাই দোষী ব্যক্তি কঠোর শাস্তি পাক। নাগরাকাটা থানার আই সি কৌশিক কর্মকার বলেন, মৃতদেহ দেখে অনুমান হচ্ছে কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
advertisement
শেখ রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: রক্তাক্ত চা বাগান! লুপ্তপ্রায় জনজাতি মহিষাসুরের বংশধরের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement