Latest Health News|| রাজ্যবাসীর জন্য বড় খবর! প্রাণদায়ী টিকা নিয়ে নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের, নির্দেশ জারি...

Last Updated:
West Bengal Health Department takes new decision: টিকা নির্দিষ্ট সময়ে না দেওয়ায় অনেকেই জলাতঙ্ক, ধনুষ্টংকার রোগে আক্রান্ত হন। তাই সেই অভিশাপ থেকে মানুষকে বাঁচাতে আগামীদিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে।
1/7
*জলাতঙ্ক, নিউমোনিয়া, টিটেনাস, হেপাটাইটিসের মতো টিকার ক্ষেত্রে অভিনব উদ্যোগ বেলেঘাটা আইডি হাসপাতালের। প্রতীকী ছবি। 
*জলাতঙ্ক, নিউমোনিয়া, টিটেনাস, হেপাটাইটিসের মতো টিকার ক্ষেত্রে অভিনব উদ্যোগ বেলেঘাটা আইডি হাসপাতালের। প্রতীকী ছবি। 
advertisement
2/7
*কুকুর, বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হয়। লোহায় কেটে গেলে ধনুষ্টংকার প্রতিরোধক টিটেনাস, নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাস টিকা, জন্ডিস আটকাতে হেপাটাইটিস টিকা নিতে হয়। প্রতীকী ছবি। 
*কুকুর, বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হয়। লোহায় কেটে গেলে ধনুষ্টংকার প্রতিরোধক টিটেনাস, নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাস টিকা, জন্ডিস আটকাতে হেপাটাইটিস টিকা নিতে হয়। প্রতীকী ছবি। 
advertisement
3/7
*এঈ সমস্ত টিকা যাতে সময়মতো প্রত্যেকে পায়, তার জন্য ভ্যাকসিন রিমাইন্ডার মেসেজিং সার্ভিস চালু করা হল। প্রতীকী ছবি। 
*এঈ সমস্ত টিকা যাতে সময়মতো প্রত্যেকে পায়, তার জন্য ভ্যাকসিন রিমাইন্ডার মেসেজিং সার্ভিস চালু করা হল। প্রতীকী ছবি। 
advertisement
4/7
*টিকার জন্য বরাদ্দ নির্দিষ্ট দিনের ৭ দিন আগে থেকেই রোগীর দেওয়া মোবাইল নম্বরে হাসপাতাল থেকে মেসেজ যাওয়া শুরু করবে। প্রতীকী ছবি। 
*টিকার জন্য বরাদ্দ নির্দিষ্ট দিনের ৭ দিন আগে থেকেই রোগীর দেওয়া মোবাইল নম্বরে হাসপাতাল থেকে মেসেজ যাওয়া শুরু করবে। প্রতীকী ছবি। 
advertisement
5/7
*এতদিন বহুক্ষেত্রে রোগীরা ভ্যাকসিনের তারিখ বা নির্দিষ্ট সময়সীমা মিস করতেন। সরকারি হাসপাতালে টিকা নষ্ট হত, বহু টাকার অপচয় হত। রোগীদেরও চূড়ান্ত সমস্যা হত। তাই সেই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল বেলেঘাটা আইডি। প্রতীকী ছবি। 
*এতদিন বহুক্ষেত্রে রোগীরা ভ্যাকসিনের তারিখ বা নির্দিষ্ট সময়সীমা মিস করতেন। সরকারি হাসপাতালে টিকা নষ্ট হত, বহু টাকার অপচয় হত। রোগীদেরও চূড়ান্ত সমস্যা হত। তাই সেই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল বেলেঘাটা আইডি। প্রতীকী ছবি। 
advertisement
6/7
*টিকা নির্দিষ্ট সময়ে না দেওয়ায় অনেকেই জলাতঙ্ক, ধনুষ্টংকার রোগে আক্রান্ত হন। আগামীদিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে। প্রতীকী ছবি। 
*টিকা নির্দিষ্ট সময়ে না দেওয়ায় অনেকেই জলাতঙ্ক, ধনুষ্টংকার রোগে আক্রান্ত হন। আগামীদিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে। প্রতীকী ছবি। 
advertisement
7/7
*শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয় আগামী দিনে শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও এই একই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে। প্রতীকী ছবি।
*শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয় আগামী দিনে শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও এই একই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement