Jalpaiguri News: লাটাগুড়ির জঙ্গলে অজানা শঙ্কা! মনে পড়লেই গা ছমছম করছে অনেকের

Last Updated:

লাটাগুড়ির জঙ্গলে এক অজানা শঙ্কা জন্ম নিয়েছে

+
লাটাগুড়ি

লাটাগুড়ি জঙ্গল

জলপাইগুড়ি: সড়ক উন্নয়নের মাঝে কি হবে লাটাগুড়ির গাছ ধ্বংস? কাটা পড়বে লাটাগুড়ি জঙ্গলের দু’পাশ জুড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলি? এমনই আশঙ্কা করছে পরিবেশপ্রেমীদের একাংশ। ময়নাগুড়ি থেকে চালসা পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করার পর লাটাগুড়ির জঙ্গলে এক অজানা শঙ্কা জন্ম নিয়েছে। রাস্তাটি সম্প্রসারণের জন্য শুরু হয়েছে টোপোগ্রাফিক সার্ভে, কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন হলে গাছ কাটার পাশাপাশি এলিফ্যান্ট করিডরের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে, এমন আশঙ্কা করছেন পরিবেশপ্রেমী সংগঠনগুলি।
জানা গেছে, এনএইচ ৯ ডিভিশনের অধীনে এই সমীক্ষা চলছে, তবে বনবিভাগের কাছে রাস্তা সম্প্রসারণের কোনও প্রস্তাব পাঠানো হয়নি। বিশেষত, লাটাগুড়ির এলিফ্যান্ট করিডরের মধ্যে রাস্তা সম্প্রসারণ হলে হাতিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা রয়েছে। তবে, এনএইচ ৯ ডিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাছ কাটা হবে না। সেইসঙ্গে পরিবেশ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বনবিভাগের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের আগে পরিবেশ পোর্টাল থেকে অনুমতি নিতে হবে এবং এলিফ্যান্ট করিডর সহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে কোনও প্রভাব পড়ছে কিনা তা সার্বিকভাবে পর্যালোচনা করা হবে।  এদিকে, সমীক্ষকদের উপস্থিতি লাটাগুড়ির জঙ্গলে স্থানীয়দের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। রাস্তার দুইদিকেই যেখানে হাতির চলাচল ব্যাহত। সেখানে সম্প্রসারণের প্রভাবও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিবেশপ্রেমীরা যথেষ্ট চিন্তিত যে এই রাস্তা সম্প্রসারণের প্রক্রিয়া প্রকৃতির মাঝে আরও বড় বিপদ ডেকে না আনে!
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: লাটাগুড়ির জঙ্গলে অজানা শঙ্কা! মনে পড়লেই গা ছমছম করছে অনেকের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement