Mamata Banerjee: ‘সর্ষের মধ্যেই ভূত আছে,’ ভোটার লিস্টে যখন তখন ঢুকছে নাম...যা নির্দেশ দিলেন মমতা

Last Updated:

প্রযুক্তির কাজের জন্য নিয়োগ করা হলেও বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ এবং যোগ করেছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওই আধিকারিকের বিরুদ্ধে৷ এমন ঘটনা এড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

News18
News18
উত্তরবঙ্গ: ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার ঘটনার পরে আবারও ভোটার তালিকায় অনৈতিক ভাবে নাম তোলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটার লিস্ট নিয়ে যাঁরা কাজ করতেন, তাঁদের বিশেষ সতর্ক করার পরামর্শ দিলেন তিনি৷ এদিন উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, ‘‘ভোটার লিস্টে যাঁরা কাজ করছেন, ডিএম, ডিভিশনাল কমিশনারদের বলব যেন তাঁরা দেখেন। একটা জায়গায় তিনটে নাম তোলা হচ্ছে। আপনারা আইডেন্টিফাই করুন। সর্ষের মধ্যেই ভূত আছে। সবাই নয়। ভোটার কেন্দ্রগুলো ভিসিট করতে হবে। আমি শুনছি কেউ আসাম থেকে, এখান থেকে, ওখান থেকে ঢুকে নম্বর, প্য়ান কার্ড নম্বর নিয়ে চলে যাচ্ছে।’’
প্রযুক্তির কাজের জন্য নিয়োগ করা হলেও বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ এবং যোগ করেছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওই আধিকারিকের বিরুদ্ধে৷ এমন ঘটনা এড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷
advertisement
advertisement
বেআইনিভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নতুন নাম তোলার জন্য সরকারি এক আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নির্বাচন কমিশনের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে করা হয়েছে এই শাস্তিমূলক পদক্ষেপ।
advertisement
অভিযোগ, কমিশনের তথ্য প্রযুক্তির কাজ দেখলেও বেআইনিভাবে বিভিন্ন লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন নাম তার তোলার কাজ করতেন এই সিস্টেম ম্যানেজার। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলাশাসক তদন্ত শুরু করেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘সর্ষের মধ্যেই ভূত আছে,’ ভোটার লিস্টে যখন তখন ঢুকছে নাম...যা নির্দেশ দিলেন মমতা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement