Mamata Banerjee: ‘জঙ্গি যেন না ঢোকে,’ অন্য দেশের সঙ্গে বর্ডার..উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ মমতার

Last Updated:

সচেতন করে দিয়ে মমতা বলেন, ‘‘চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।’’

News18
News18
উত্তরবঙ্গ: ভারত-পাকিস্তানের সংঘাত পরবর্তী পরিস্থিতিতে পুলিশকর্তাদের উত্তরবঙ্গের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট নির্দেশ, ‘‘আমি পুলিশকে বলব কোনও জঙ্গি যেন না ঢোকে।’’ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অথোরাইজেশন ছাড়া কাউকে কোনও তথ্য দেওয়া যাবে না। মমতা বলেন, ‘‘এইরকম অনেকে ধরা পড়ছে। ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ থেকে ধরা পরছে। চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে।’’
উত্তরকন্যায় বুধবার মোট ৮টি জেলার পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘তিনটে জেলা এখানে আছে। পাঁচটি জেলা ভার্চুয়াল আছে। আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া, ঝড়, বৃষ্টি, চিকেনস নেক এই সব বিবেচনা করে আজকের আলোচনা।’’
advertisement
advertisement
এদিন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন মমতা৷ বলেন, ‘‘কোনও অশান্তিতে সব থেকে ভোগে সাধারণ মানুষ। প্রশাসনিক দায়িত্ব সব কিছু ভালভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যাপারে সচেতন রাখুন। যাতে কোনও উত্তেজনার পরিবেশ তৈরি করতে না পারে।’’
advertisement
সচেতন করে দিয়ে মমতা বলেন, ‘‘চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।’’
পুলিশকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আগে পুলিশরা তিন চারবার ঘুরত, এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেনসিটিভ। অনেক রকম পরিকল্পনা চলছে। বিএসএফ দায়িত্বে আছে বলে আইসি-রা চোখ বন্ধ করে থাকতে পারে না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন।’’
advertisement
এদিন নকল টাকার কারবার নিয়ন্ত্রণ নিয়েও মন্তব করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ পাশাপাশি, সাইক্লোনের মতো পরিস্থিতিতে উত্তরবঙ্গ কী ভাবে সামাল দেবে তা নিয়েও বুধবার আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘জঙ্গি যেন না ঢোকে,’ অন্য দেশের সঙ্গে বর্ডার..উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement