IMD Weather Update: প্রাক বর্ষার বৃষ্টিতে তছনছ মুম্বই! বাংলাদেশের উপরেও সাইক্লোনিক সার্কুলেশন, বঙ্গে কোথায় কোথায় বৃষ্টি জানাল IMD
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেরালায় পৌঁছাতে পারে৷ এমনটা ঘটলে তা ১ জুনের অনেক আগেই হবে। কেরলে ২৬ থেকে ২৭ এ মে বর্ষা ঢুকতে পারে বলে পূর্বাভাস৷ যদি এটি ঘটে, তাহলে ২০০৯ সালের পর এটিই হবে ভারতীয় মূল ভূখণ্ডে বর্ষা আগে আসার প্রথম ঘটনা।
advertisement
গত মঙ্গলবার মুম্বইয়ে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ মুম্বইয়ে প্রাক বর্ষার বৃষ্টি চলছে বলে আইএমডি সূত্রের খবর৷ মুম্বইয়ে গত মঙ্গলবারের বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ বহু রাস্তা জলমগ্ন, ভেঙে পড়েছে বিলবোর্ড৷ তবে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শহরের তুলনায় মুম্বইয়ের পূর্ব ও পশ্চিম শহরতলিতে প্রাক-বর্ষা বৃষ্টির তীব্রতা বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement