IMD Weather Update: প্রাক বর্ষার বৃষ্টিতে তছনছ মুম্বই! বাংলাদেশের উপরেও সাইক্লোনিক সার্কুলেশন, বঙ্গে কোথায় কোথায় বৃষ্টি জানাল IMD
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেরালায় পৌঁছাতে পারে৷ এমনটা ঘটলে তা ১ জুনের অনেক আগেই হবে। কেরলে ২৬ থেকে ২৭ এ মে বর্ষা ঢুকতে পারে বলে পূর্বাভাস৷ যদি এটি ঘটে, তাহলে ২০০৯ সালের পর এটিই হবে ভারতীয় মূল ভূখণ্ডে বর্ষা আগে আসার প্রথম ঘটনা।
দিল্লিতে প্রচণ্ড গরম, নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি থেকে মুক্তির আভাস দিয়েছে IMD৷ পূর্বাভাস বলছে, আজ, বুধবার, ২১ মে দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে৷ এদিকে গরম থেকে কবে মুক্তি পাবে পশ্চিমবঙ্গবাসী? আশার কথা শোনা গিয়েছে সেখানেও৷
advertisement
গত মঙ্গলবার মুম্বইয়ে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ মুম্বইয়ে প্রাক বর্ষার বৃষ্টি চলছে বলে আইএমডি সূত্রের খবর৷ মুম্বইয়ে গত মঙ্গলবারের বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ বহু রাস্তা জলমগ্ন, ভেঙে পড়েছে বিলবোর্ড৷ তবে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শহরের তুলনায় মুম্বইয়ের পূর্ব ও পশ্চিম শহরতলিতে প্রাক-বর্ষা বৃষ্টির তীব্রতা বেশি।
advertisement
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটক উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ সেই কারণে ২১ থেকে ২৪ মে মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস রয়েছে।
advertisement
ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরেও বৃষ্টির অনুকূল আবহের উপস্থিতি রয়েছে৷ ফলে রাজ্যের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া সহ বজ্রপাতের ঘটবা বাড়বে বলেই পূর্বাভাস।
advertisement
আবহাওয়া বুলেটিনে, আইএমডি জানিয়েছে যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement