Bangladesh in t20 World Cup: বাংলাদেশ যদি ভারতে না আসে তা হলে বিশ্বকাপে সুযোগ পেতে পারে ইউরোপের দেশ! কী বলছে তারা?

Last Updated:
Bangladesh in t20 World Cup: সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে সেই জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনও কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি।
1/5
সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে সেই জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনও কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে সেই জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনও কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
2/5
BBC Sport-এর রিপোর্ট অনুযায়ী, ICC এখনও Cricket Scotland-এর সঙ্গে যোগাযোগ করেনি, আর Scottish board-ও নিজেরা কোনো উদ্যোগ নেয়নি। রিপোর্টে বলা হয়েছে, Scotland-এর কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন, ‘BCB-এর কর্মকর্তাদের প্রতি সম্মান দেখিয়ে’।
BBC Sport-এর রিপোর্ট অনুযায়ী, ICC এখনও Cricket Scotland-এর সঙ্গে যোগাযোগ করেনি, আর Scottish board-ও নিজেরা কোনো উদ্যোগ নেয়নি। রিপোর্টে বলা হয়েছে, Scotland-এর কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন, ‘BCB-এর কর্মকর্তাদের প্রতি সম্মান দেখিয়ে’।
advertisement
3/5
বাংলাদেশ মুম্বই এবং কলকাতা-সহ বিভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছে, তাদের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে, বাংলাদেশ তাদের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যেটা ইভেন্টের কো-হোস্ট। পরে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলানোর প্রস্তাব দেয়, কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। ICC-এর প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশে সফরের সময় এই দুই প্রস্তাবই নাকচ করে দেয়।
বাংলাদেশ মুম্বই এবং কলকাতা-সহ বিভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছে, তাদের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে, বাংলাদেশ তাদের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যেটা ইভেন্টের কো-হোস্ট। পরে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলানোর প্রস্তাব দেয়, কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। ICC-এর প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশে সফরের সময় এই দুই প্রস্তাবই নাকচ করে দেয়।
advertisement
4/5
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি, কিন্তু বাংলাদেশ এখনও প্রকাশ্যে জানায়নি তারা অংশ নেবে কি না। ICC-ও জানায়নি, তারা কী ভাবে বিকল্প দল বাছাই করবে।
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি, কিন্তু বাংলাদেশ এখনও প্রকাশ্যে জানায়নি তারা অংশ নেবে কি না। ICC-ও জানায়নি, তারা কী ভাবে বিকল্প দল বাছাই করবে।
advertisement
5/5
আগেও রাজনৈতিক কারণে দল প্রত্যাহার হলে শেষ মুহূর্তে নতুন দল যোগ হয়েছে, যেমন ২০০৯-এ Zimbabwe-র পরিবর্তে Scotland-কে নেওয়া হয়েছিল। তবে এখনকার T২০ World Cup-এ ২০টা দল আর region-based qualification system আছে, তাই শেষ মুহূর্তে কোনো জায়গা খালি হলে কী ভাবে সেটা পূরণ হবে, সেটা স্পষ্ট নয়।
আগেও রাজনৈতিক কারণে দল প্রত্যাহার হলে শেষ মুহূর্তে নতুন দল যোগ হয়েছে, যেমন ২০০৯-এ Zimbabwe-র পরিবর্তে Scotland-কে নেওয়া হয়েছিল। তবে এখনকার T২০ World Cup-এ ২০টা দল আর region-based qualification system আছে, তাই শেষ মুহূর্তে কোনো জায়গা খালি হলে কী ভাবে সেটা পূরণ হবে, সেটা স্পষ্ট নয়।
advertisement
advertisement
advertisement