'আমাদের তো বিচ্ছেদই হয়নি, আমাদের মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী দু' বছরের বড়...' স্বামীর বিয়ের ছবি দেখে বিস্ফোরক অভিযোগ হিরণের প্রথম স্ত্র্রী অনিন্দিতার

Last Updated:
বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বারাণসীতে ঋতিকা গিরিকে দ্বিতীয়বার বিয়ে করলেন. প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আইনি বিচ্ছেদে আপাতত রাজি নন.
1/6
দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি।
দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি।
advertisement
2/6
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
advertisement
3/6
 সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে। অনিন্দিতা মারাত্মক অভিযোগ করেছেন, '২০০০ সালে তাদের বিয়ে হয়েছে গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কি করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দু বছরের বড়।
সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে। অনিন্দিতা মারাত্মক অভিযোগ করেছেন, '২০০০ সালে তাদের বিয়ে হয়েছে গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কি করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দু বছরের বড়।
advertisement
4/6
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি। তাঁর স্ত্রীর অভিযোগ, হিরণ মাঝেমধ্যে তার প্রথম স্ত্রীর আবাসনে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। অনিন্দিতা জানিয়েছেন, তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে। আপাতত তিনি আইনি বিচ্ছেদের বিষয়ে ভাবছেন না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর ডিভোর্সের মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি। তাঁর স্ত্রীর অভিযোগ, হিরণ মাঝেমধ্যে তার প্রথম স্ত্রীর আবাসনে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। অনিন্দিতা জানিয়েছেন, তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে। আপাতত তিনি আইনি বিচ্ছেদের বিষয়ে ভাবছেন না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর ডিভোর্সের মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
advertisement
5/6
কলকাতা নয়, বরং অভিনবভাবে বারাণসীতে তথা বেনারসে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ। ঋত্বিকা গিরি পেশায় মডেল।
কলকাতা নয়, বরং অভিনবভাবে বারাণসীতে তথা বেনারসে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ। ঋত্বিকা গিরি পেশায় মডেল।
advertisement
6/6
'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
advertisement
advertisement
advertisement