Malda News: নদীর ধারে পচা গন্ধ, সামনে যেতেই ভয়াবহ দৃশ্য! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

Malda News: অপরিচিত ওই মহিলার বয়স প্রায় পঞ্চাশ। তবে এখনও মহিলার নাম পরিচয় জানা যায়নি।

মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মালদহ: মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে নদীর তীরে। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। মালদহের ইংরেজবাজার ব্লকের নিমাইসরা এলাকার ঘটনা। মহিলাকে চিনতে না পারায় খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপরিচিত ওই মহিলার বয়স প্রায় পঞ্চাশ। তবে এখনও মহিলার নাম পরিচয় জানা যায়নি। সোমবার সকালে আশেপাশের বাসিন্দারা প্রথমে মহানন্দা নদীর তীরে মহিলার দেহটি দেখতে পায়। নদীর জল থেকে কিছুটা উপরে পড়ে ছিল মহিলার দেহ।
advertisement
advertisement
তবে খুন নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দা নয়ন শেখ বলেন, ‘আশেপাশের বাসিন্দাদের মুখে শুনে নদীর ধারে আসি। দেখি মহিলার দেহ পড়ে রয়েছে। আগে কোনও দিন মহিলাকে দেখিনি এলাকায়। আমরা থানায় খবর দিই।’ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: শরীরে নেই কোনও কাঁটা, অথচ বিরাট দাঁত! সমুদ্রতটে বিরল মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ দেহটি উদ্ধার করে নামপরিচয়-সহ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুন নাকি আত্মহত্যার ঘটনা, তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: নদীর ধারে পচা গন্ধ, সামনে যেতেই ভয়াবহ দৃশ্য! এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement