Rare Fish: শরীরে নেই কোনও কাঁটা, অথচ বিরাট দাঁত! সমুদ্রতটে বিরল মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rare Fish: সমুদ্রের গভীরে অতি গভীরে এমন অভিনব মাছ উদ্ধার নতুন নয়। অনেক সময়ই সেগুলি ভেসে সমুদ্রতটে চলে আসে। সেভাবেই একটি বিরল মাছ উদ্ধার হয়েছে।
অরিগন: অদ্ভুত দেখতে এক মাছ উদ্ধার ঘিরে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন প্রদেশে। ফক্স ওয়েদারের খবর অনুযায়ী, এবার একটি কাঁটা ছাড়া মাছ উদ্ধার হয়েছে, যার রূপও খুব ভয়াবহ ভাবে সুন্দর। সমুদ্রের গভীরে অতি গভীরে এমন অভিনব মাছ উদ্ধার নতুন নয়। অনেক সময়ই সেগুলি ভেসে সমুদ্রতটে চলে আসে। সেভাবেই একটি বিরল মাছ উদ্ধার হয়েছে।
মাছের মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে দাঁত, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। মাছের লেজ যেন বৈঠার মতো দেখতে। এক নজর দেখলে ভয়ই লাগবে মাছটিকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের মাছ ডাইনোসর যুগেও ছিল। এই ল্যান্সেট মাছের উদ্ধার হওয়া ছবি অরিগন স্টেট পার্কস-এর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!
সেখানে লেখা হয়েছে, নেহালাম দক্ষিণ থেকে ব্যান্ডন পর্যন্ত অরিগন বিচে গত এক সপ্তাহ ধরে প্রচুর মাছ উদ্ধার হয়েছে। সমুদ্রের অত্যন্ত গভীরে থাকে এই মাছগুলি। তবে সম্প্রতি মাছটি উদ্ধার হওয়ার সময় পর্যন্ত বেঁচে ছিল। মাছের বিশেষত্ব অনুযায়ী, এই মাছের শরীরে কোনও কাঁটা নেই। একে কাঁটাহীন লিজার্ড বলে উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
আপাতত একটিই উদ্ধার হয়েছে। তবে ওই বিচে আরও এমন মাছ পাওয়া যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এগুলি ৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং সমুদ্রের গভীরে প্রায় ১ মাইল গভীরেও সাঁতার কাটতে পারে। আলাস্কার গালফ ও এলিউটিয়ান আইল্যান্ডে এগুলি আগেও পাওয়া গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 2:18 PM IST