Viral News: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: ওয়েট্রেসকে ককটেল বানাতে বলার পর তাঁর সামনে আসে এক 'অদ্ভুত দৃশ্য'।
টোকিও: ক্যাফেতে গিয়ে নানা ধরনের মদ দিয়ে তৈরি পানীয় ককটেল খেতে গিয়ে বিপাকে পড়লেন এক ক্রেতা। অভিযোগ, তাঁকে মানুষের রক্ত দিয়ে তৈরি করা ককটেল খাওয়াতে চেয়েছিলেন এক মহিলা ওয়েটার। ওয়েট্রেসের এমন কাণ্ড প্রকাশ্যে আসার পর ক্ষমা চেয়েছে ক্যাফে কর্তৃপক্ষ। কাজ থেকে বিতাড়িত করা হয়েছে ওই মহিলাকে।
জানা গিয়েছে, জাপানের মন্দাজি কন ক্যাফে ডাকুতে ঢুকেই এক ক্রেতা ককটেল অর্ডার করেন। ওয়েট্রেসকে ককটেল বানাতে বলার পর তাঁর সামনে আসে এক 'অদ্ভুত দৃশ্য'। তিনি দেখেন ককটেল বানাতে ওই মহিলা নিজের রক্ত ব্যবহার করছেন। এটা দেখে রীতিমতো চমকে ওঠেন উপস্থিত সবাই। ঘটনাটি ঘটেছে জাপানের হোক্কাইডো আইল্যান্ডের সুসুকিনো এন্টারটেনমেন্ট জেলায়।
advertisement
advertisement
শুধু তাই নয়, উপস্থিত ক্রেতাদের সতর্ক করা হয়, যারা যারা ওই তরুণীর হাতে বানানো ককটেল খেয়েছেন, তাঁদের সবারই জরুরি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। তরুণীর রক্তে কোনও জীবাণু থাকলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই বেশি। মন্দাজি কন ক্যাফের একটি বিশেষ ব্যাপার রয়েছে। সেখানের ওয়েট্রেসরা কালো পোশাকে গথিক লুকে সেজে থাকেন।
advertisement
আরও পড়়ুন: ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে? চূড়ান্ত সর্বনাশ হতে পারে! জানুন
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২ এপ্রিল তরুণী ওয়েটারকে বরখাস্ত করে ক্যাফে কর্তৃপক্ষ। ক্ষমা চাওয়া হয়, নিজেদের মান বাঁচাতে বিজ্ঞপ্তিও জারি করে তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 12:58 PM IST