IRCTC Warning: ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে? চূড়ান্ত সর্বনাশ হতে পারে! জানুন

Last Updated:

IRCTC Warning: IRCTC-র তরফে ঘোষণা করা হয়েছে, এই লিঙ্ক খুবই বিপজ্জনক।

ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে?
ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে?
কলকাতা: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি ট্রেনের টিকিটের জন্য অনলাইন বুকিংয়ের সুবিধা দেয়। লক্ষ লক্ষ রেলযাত্রী এই অ্যাপের উপর নির্ভরশীল প্রতিদিন। কিন্তু সেই সংস্থার তরফেই সাবধান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে নিষেধ করা হয়েছে IRCTC-র নাম করে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক না করতে।
অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন মানুষের কাছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে লিঙ্ক পাঠানো হচ্ছে। IRCTC-র দাবি, 'irctcconnect.apk' নামের এই অ্যাপটি একেবারেই ভুয়ো। এর সঙ্গে সংস্থার কোনও যোগ নেই। জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মেই বিভিন্ন মানুষকে এই লিঙ্ক পাঠানো হচ্ছে। ফলে মানুষ আরও বেশি বিভ্রান্ত হচ্ছেন। IRCTC-র তরফে ঘোষণা করা হয়েছে, এই লিঙ্ক খুবই বিপজ্জনক। মোবাইলের সমস্ত ডেটা হ্যাক করা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে।
advertisement
আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে, জানুন IRCTC-র নতুন নিয়ম
IRCTC-র নামে কোনও রকম সন্দেহজনক লিঙ্কে একেবারেই ক্লিক না করতে এবং অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, 'প্রিয় গ্রাহকরা, irctcconnect.apk নামে একটি সন্দেহজনক ওয়েবসাইটের উল্লেখ পাওয়া গিয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি পাঠানো হচ্ছে গ্রাহকদের। এর মাধ্যমে গ্রাহকদের ইউপিআই ডিটেলস, ক্রেডিট ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে।'
advertisement
advertisement
আরও পড়ুন: আরও বাড়বে তাপমাত্রা! ৪০ ডিগ্রির জ্বলুনি ও শুকনো গরম টানা কতদিন? তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা কলকাতায়
একমাত্র প্লেস্টোরের মাধ্যমে 'IRCTC Rail Connect' অ্যাপের মাধ্যমেই টিকিট কাটার পরামর্শ দিয়েছে সংস্থা। IRCTC কখনওই গ্রাহকদের ফোন করে, পিন, ওটিপি, পাসওয়ার্ড, ক্রেডিট ডেবিট কার্ডের তথ্য, নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড বা ইউপিআই তথ্য চায় না বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
IRCTC Warning: ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে? চূড়ান্ত সর্বনাশ হতে পারে! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement