Alipurduar News: বাঁশের বেড়াই অস্থায়ী সেতু! প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
অসুস্থ ব্যক্তি, বৃদ্ধদের কাঁধে নিয়েই পার হতে হয় কুলকলি নদী।
আলিপুরদুয়ার: অসুস্থ ব্যক্তি, বৃদ্ধদের কাঁধে নিয়েই পার হতে হয় কুলকলি নদী। বাঁশের বেড়া দিয়ে হেঁটে পার হন বাসিন্দারা। এই ভোগান্তি কতদিনের বুঝে উঠতে পারছেন না কাঁটাবাড়ি এলাকার মানুষেরা। কুলকলি নদী কুমারগ্রামের একটি ছোট নদী। এই নদীর উপর একটি সেতু তৈরি হচ্ছিল। কিন্তু প্রায় দুমাস ধরে সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে রয়েছে কোনও অজ্ঞাত কারণে। যারপর শুরু হয়েছে এলাকাবাসীদের সমস্যা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের কাঁটাবাড়ি এলাকায় কুলকলি নদীর পাকাপোক্ত সেতু নির্মাণ করা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। রাজ্যের তরফে গ্রামের পরিস্থিতি দেখে লোহার সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়।
প্রায় এক বছর আগে লোহার সেতু নির্মাণ করার কাজ শুরু হয়। গত দুমাস ধরে সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে অসমাপ্ত অবস্থায় সেতু হয়ে আছে।গ্ৰামবাসীদের যোগাযোগ বন্ধ বলাই চলে। গ্ৰামবাসীরা নিজ উদ্যোগে একটা বাঁশের বেড়া দিয়ে চলার পথ নির্মাণ করেছে। সেটার উপর দিয়ে কোনোক্রমে হাঁটাপথে চলে যাতায়াত। কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে বাঁশের সাঁকো পারাপার করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
advertisement
আরও পড়ুন: চাবাগানের শ্রমিকপাড়ায় পথভোলা বনের হরিণ! তাকে ধরে ফেলে কী করলেন বাসিন্দারা? শুনলে চমকে যাবেন
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসিন্দারা জানান, বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পায় তখন বাঁশের সাঁকো থাকেনা। তখন যোগাযোগ পুরোপুরি বন্ধ। তাই শীঘ্র সেতু নির্মাণ কাজ শেষ হোক এটাই চাইছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 2:56 PM IST
