Siliguri News: ঘরের মধ্যেই কামড়াচ্ছে অ্যাসিড পোকা, মুহূর্তেই যেন পুড়ে যাচ্ছে! কী এই নাইরোবি ফ্লাই?

Last Updated:

Siliguri News: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও আলিপুরদুয়ার পুরসভা এলাকায় বেশ কয়েকজনকে এই পোকা আক্রমণ করেছে। কুমারগ্রামের মিঠু দাস এই পোকার আক্রমণে জখম হয়েছেন।

অ্যাসিড পোকার কামড়
অ্যাসিড পোকার কামড়
#শিলিগুড়ি: নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকার প্রকোপ কমেনি। আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। পাহাড়ে তো বটেই, সমতলের শিলিগুড়ির বহু ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আতঙ্ক কিছুটা কমেছে। নাইরোবি ফ্লাই নিয়ে তাই সতর্ক প্রশাসনও। জেলা প্রশাসন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছে। শিলিগুড়ি পুরসভাও সজাগ ও সতর্ক। পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, আতঙ্ক অনেকটাই কমেছে। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে সকলকেই। পুরসভাও নজরদারি চালাচ্ছে।
এদিকে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও আলিপুরদুয়ার পুরসভা এলাকায় বেশ কয়েকজনকে এই পোকা আক্রমণ করেছে। কুমারগ্রামের মিঠু দাস এই পোকার আক্রমণে জখম হয়েছেন। শহরের ২ নম্বর ওয়ার্ডের তুহিন কান্তি বসু এই পোকার আক্রমণে জখম হয়েছেন। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। বাড়িতে বিছানায় শুয়ে থাকার সময় এই পোকা কামড় দিয়েছে তুহিন বাবুকে। হাফ প্যান্ট পরে বিছানায় শুয়ে ছিলেন তুহিন বাবু। সেই সময় কামড় দিয়েছে নাইবোরি ফ্লাই। সঙ্গেসঙ্গে লাল হয়ে প্রচন্ড জ্বালা শুরু হয়।
advertisement
advertisement
মঙ্গলবার বিকেলেই এই পোকার আক্রমণের মুখে পরেন তুহিন বাবু। চিকিৎসক দেখিয়ে ওষুধ খাচ্ছেন তিনি। তুহিন কান্তি বসু বলেন, “কামড় দিল নাকি কী করল, তা আমি বুঝতেই পারিনি। কিন্তু হাল্কা একটা কামড় দেওয়ার ব্যথা অনুভব করলাম। আর তারপর প্রচন্ড জ্বালা ও ব্যথা শুরু হল। সঙ্গেসঙ্গে শরীরের ওই অংশ একেবারে লাল হয়ে পুড়ে যাওয়ার মতো হল। বর্তমানে কিছুটা কমেছে।''
advertisement
তবে তুহিন বাবুর ক্ষত অনেকটাই কম। আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে এক ব্যবসায়ীর গোটা ঘাড় এই পোকার আক্রমণে পুড়ে কালো হয়ে গিয়েছে। প্রচন্ড জ্বালার কারণে দুই দিন দোকান খুলতে পারেননি ওই ব্যবসায়ী। শুধু তাই নয়, আলিপুরদুয়ারে কয়েক জন শিশুকেও এই পোকা আক্রমণ করেছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ঘরের মধ্যেই কামড়াচ্ছে অ্যাসিড পোকা, মুহূর্তেই যেন পুড়ে যাচ্ছে! কী এই নাইরোবি ফ্লাই?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement