Flood: বর্ষা এলেই ভেসে যায় গ্রামের পর গ্রাম, বস্তি! জয়গাঁর বন‍্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুটানের সহযোগিতা চাইছে ভারত

Last Updated:

Flood: ভুটান পাহাড় সৃষ্ট নদীগুলি সমস্যা বাড়িয়ে তোলে বর্ষাকাল এলে। ভারত ভুটান সীমান্ত জয়গার খোকলা বস্তি এলাকায় ভারতের পক্ষ থেকে জয়গা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এবং ভুটান দেশের আধিকারিকরা উপস্থিত থেকে পরিদর্শন করলেন। 

+
পরিদর্শন

পরিদর্শন

আলিপুরদুয়ার: ভুটান পাহাড় সৃষ্ট নদীগুলি সমস্যা বাড়িয়ে তোলে বর্ষাকাল এলে। ভারত ভুটান সীমান্ত জয়গার খোকলা বস্তি এলাকায় ভারতের পক্ষ থেকে জয়গা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এবং ভুটান দেশের আধিকারিকরা উপস্থিত থেকে পরিদর্শন করলেন।
বর্ষা এলেই ভুটান পাহাড়ের নদীর জল ফুলেফেঁপে ওঠে। এই জল প্রবেশ করে জয়গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মংলা বাড়ি, রাইগাঁও এবং খোকলা বস্তির বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ভোগান্তি হয় এলাকার বাসিন্দাদের। যদিও জয়গা ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যোগীখোলা ও গোবরজ্যোতি নদীতে পাকা বাঁধ দেওয়া হচ্ছে। এতে কিছুটা সমস্যার সমাধান হলেও ৬০ শতাংশ সমস্যার সমাধান হবে না বলে জানা গিয়েছে। তার জন্য প্রয়োজন ভুটান পাহাড় সৃষ্ট নদীগুলির ড্রেজিং করানোর।
advertisement
আরও পড়ুনঃ ‘হঠাৎ দুটো গুলি, নিস্তব্ধ বৈসরন! লুটিয়ে পড়ল দু’জন…’, এক সেনার ক্ষিপ্রতায় বাঁচে ৪০ প্রাণ! জঙ্গিরা কীভাবে মারল ২৬ পর্যটককে? প্রসন্নর হাড়হিম অভিজ্ঞতা
ভুটান এলাকায় এই ড্রেজিং হলে  নদীর জল এতটা ফুলেফেঁপে উঠবে না বলে মনে করছেন ভারতের প্রশাসনিক আধিকারিকরা। যার কারণে ডেকে আনা হয়েছিল ভুটানের ফুন্টশোলিং এলাকার প্রশাসনিক আধিকারিকদের। খোকলাবস্তির এই বন্যাপ্রবণ এলাকা  ভুটানের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন জয়গা ডেভেলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি জানান, “নদীর ড্রেজিংয়ের বিষয় নিয়ে কথা হয়েছে। ভুটানের আধিকারিকরা ভারত সরকারের তরফে এই বিষয়ে একটি চিঠি ভুটান সরকারকে দিতে বলেছেন। জেলা প্রশাসনের কাছে জানিয়ে এই কাজ করা হবে।” ওদিকে ভুটানের আধিকারিক কর্মা ছিড়িং জানান, “এলাকার সমস্যা আমরা পরিদর্শন করলাম। প্রশাসনকে জানানো হবে। কোন একটি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flood: বর্ষা এলেই ভেসে যায় গ্রামের পর গ্রাম, বস্তি! জয়গাঁর বন‍্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুটানের সহযোগিতা চাইছে ভারত
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement