Jalpaiguri News: দাবদাহেও মিলছে না জল! কষ্টে নির্জলা অবস্থা তোতাপাড়ার বাসিন্দাদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
গ্রীষ্মের শুরুতে জল কষ্টে ভুগছে বনবস্তির বাসিন্দারা, পানীয় জলের পাইপ থাকলেও জল পৌঁছায় না, ভাঙা কুয়োর জলে তৃষ্ণা মেটে তোতাপাড়া বন বস্তির বাসিন্দাদের।
সুরজিৎ দে, জলপাইগুড়ি: গ্রীষ্মের শুরুতে জল কষ্টে ভুগছে বনবস্তির বাসিন্দারা, পানীয় জলের পাইপ থাকলেও জল পৌঁছায় না, ভাঙা কুয়োর জলে তৃষ্ণা মেটে তোতাপাড়া বন বস্তির বাসিন্দাদের। জলপাইগুড়ির বানারহাট ব্লকের মোরাঘাট জঙ্গল লাগোয়া তোতাপাড়া বনবস্তি। দীর্ঘদিন থেকেই জলকষ্টে ভুগছে এই বনবস্তির বাসিন্দারা। গ্রীষ্ম ও বর্ষাকালে এই সমস্যা চরমে ওঠে। তোতাপাড়া বনবস্তির বাসিন্দাদের জলকষ্ট মেটাতে এলাকায় রয়েছে একটি সোলার চালিত পানীয় জলের ব্যবস্থা। তবে সেই ব্যবস্থাও পর্যাপ্ত নয়। বহু দূর থেকে মানুষ হাঁড়ি, বালতি নিয়ে সেখানে জল আনতে যায়। তবে আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে সেখান থেকে জল পাওয়া কার্যত মুশকিল হয়ে দাঁড়ায়। এলাকায় বেশ কয়েকটি কুয়ো থাকলেও সেই জল পানের অযোগ্য। কুয়োতে বালতি নামালেই জলের সঙ্গে উঠে আসে ব্যাঙ ও অন্যান্য পোকামাকড়, নুড়ি কাঁকর। তবুও বাধ্য হয়ে সেই জল পান করতে হচ্ছে এখানকার মানুষদের।
তোতাপাড়া বন বস্তির জলকষ্ট মেটাতে প্রায় এক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দফতর তরফে এলাকায় বসানো হয় পানীয় জলের পাইপ। তবে এখনো পর্যন্ত বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জলের পরিষেবা মিলছে না। পানীয় জলের পরিষেবা চালু না হওয়ায় বাধ্য হয়ে অপরিসৃত ভাঙা কুয়োর জল এবং দূরের সোলারের জল ভরসা তাদের। বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকবার বিভিন্ন দফতরে সমস্যার কথা তুলে ধরলেও এখনও পানীয় জলের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করা হয়নি।
advertisement
advertisement
তাদের দাবি অবিলম্বে পানীয় জল পরিষেবা চালু হোক।যদিও এবিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দফতর সঙ্গে আমরা প্রায় প্রতি মাসেই মিটিং করি, সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। এদের এর আগেও বলা হয়েছিল সমস্যার বিষয়টি দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 6:17 PM IST
