Snake: জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ওটা কী...! মুহূর্তে থমকে গেল পর পর গাড়ি, ব্যাপক আতঙ্ক এলাকায়
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Snake: ব্যস্ত জাতীয় সড়কে বিশাল আকৃতির প্যাঁচানো কী? কাছে যেতেই ভয়ে কাবু সাধারণ মানুষ। কিন্তু ভয়কে জয় করে বিশালাকৃতি অজগর সাপকে উদ্ধার করল পরিবেশপ্রেমীরা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ব্যস্ত জাতীয় সড়কে বিশাল আকৃতির প্যাঁচানো কী? কাছে যেতেই ভয়ে কাবু সাধারণ মানুষ। কিন্তু ভয়কে জয় করে বিশালাকৃতি অজগর সাপকে উদ্ধার করল পরিবেশপ্রেমীরা। জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে আমজনতার চোখে পড়ে বিশাল আকারের অজগর সাপ। ব্যস্ততম এই রাস্তায় অজগরকে দেখে খানিক উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর ফ্লাইওভারের মুখে দেখা গেল এক বিরল দৃশ্য। জাতীয় সড়কের মাঝেই হঠাৎ করে একটি বিশাল অজগর সাপ উঠে আসে। মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। কেউ কেউ দূর থেকে ভিডিও তুলতে থাকেন, আবার কেউ সরে দাঁড়ান নিরাপত্তার স্বার্থে। ঠিক সেই সময়ই এগিয়ে এলেন দুই মানবিক মুখ, একজন সমাজসেবী আর একজন পরিবেশপ্রেমী। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোয় সুন্দরবনের স্বাদ পাবেন পুরুলিয়ায়, হাতে দু’দিন সময় থাকলেই হবে, প্রকৃতি আপনাকে হতাশ করবে না গ্যারান্টি
দু’জন মিলে সাহসিকতা ও অভিজ্ঞতার সঙ্গে অজগরটিকে ধরতে সক্ষম হন। পরে সেটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয় এবং বন দফতরকে খবর দেওয়া হয়। শুধু সাপ উদ্ধারের ঘটনাই নয়, এই উদ্যোগে ধরা পড়ে এক বড় বার্তাও। বনাঞ্চলের প্রাণীরা কেন বারবার লোকালয়ে চলে আসছে? পরিবেশবিদদের একাংশ বলছেন, লাগাতার বন উজাড় ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বন্যপ্রাণীদের স্বাভাবিক আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে।
advertisement
ফলে তারা বাধ্য হয়ে মানুষের বসতিতে প্রবেশ করছে। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তবে অর্ণব ও বিষ্ণুজিৎবাবুর সাহস দেখিয়ে দিল, মানবিকতার পরিচয় শুধু মানুষের প্রতি নয়, প্রাণীর প্রতিও থাকা জরুরি। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মানুষ ও প্রাণী, উভয়ের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 9:58 PM IST