Purulia Tourism: পুজোয় সুন্দরবনের স্বাদ পাবেন পুরুলিয়ায়, হাতে দু'দিন সময় থাকলেই হবে, প্রকৃতি আপনাকে হতাশ করবে না গ্যারান্টি
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Purulia Tourism: সুন্দরবনের রোমাঞ্চ এবার মিলতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়ায়, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুরুলিয়া জেলার কাশীপুরের রঞ্জনডি জলাধার বা যোগমায়া সরোবর এখন পরিচিত পুরুলিয়ার ‘মিনি সুন্দরবন’ নামে।
advertisement
advertisement
*গত পাঁচ বছর ধরে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে যোগমায়া জলাধারকে ঘিরে গড়ে তোলা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ চেষ্টায় এখন সেখানে গড়ে উঠেছে থাকার জন্য আকর্ষণীয় কটেজ, খাবারের রেস্টুরেন্ট, পর্যটকদের জন্য শৌচালয়, পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করার উপযোগী স্থান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বর্ষায় রঞ্জনডি ড্যাম ও তার আশপাশের জঙ্গল যেন প্রাণ ফিরে পায়। জলাধারের শান্ত জলে আকাশের প্রতিচ্ছবি, দূরের পাহাড়ের রেখা আর ঘন সবুজের পটভূমিতে এই স্থান হয়ে ওঠে এক নিখুঁত 'মন ডিটক্স' স্পট। কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে যারা প্রকৃতির কোলে একটু নিরিবিলিতে কাটাতে চান, তাদের জন্য একেবারে আদর্শ এই যোগমায়া সরোবর।








