Alipurduar News: কালীপুজো মেলা কমিটির কুর্নিশ জানানো উদ্যোগ! মেলার টাকা হেলায় নষ্ট নয়, কিনে ফেলল দরিদ্রদের আস্ত শববাহী গাড়ি

Last Updated:

কালচিনি ব্লকে এই প্রথম চালু হল শববাহী গাড়ি পরিষেবা

+
শববাহী

শববাহী গাড়ি

আলিপুরদুয়ার: কারো মৃত্যু হলে তার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার মত ছিল না কোন গাড়ি। যারা অবস্থাসম্পন্ন তারা ব্যবহার করেছেন অ্যাম্বুলেন্স। আর যারা দরিদ্র তারা কাঁধে চাপিয়েই হেঁটে হেঁটে শবদেহ নিয়ে যায় শ্মশানে। এবার ব্লকের মানুষেরা পাবেন  শববহনকারী গাড়ির পরিষেবা।
এই পরিষেবা চালু করা হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা কমিটির সদস্যদের পক্ষ থেকে। হ্যামিলটন গঞ্জের কালীপুজোর মেলার যথেষ্ট সুনাম রয়েছে। ১৫ দিন ধরে চলে কালীপুজোর সময় মেলা। ডুয়ার্সের অন্যতম বড় মেলা এটি। প্রতিবছরই এই মেলা থেকে আয় হওয়া টাকা এলাকার নানা কাজে ব্যয় করে থাকেন এই মেলা কমিটির সদস্যরা।
advertisement
advertisement
এবার এলাকার অভাবের দিকে নজর দিয়েছে কমিটির সদস্যরা। সেই উদ্দেশ্যেই এবার শববহনকারী গাড়ির পরিষেবা চালু করা হয়েছে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়। কালচিনি ব্লকে এই প্রথম এই পরিষেবা চালু হল বলেও দাবি তাদের। এ বিষয়ে মেলা কমিটির সহ সম্পাদক পরিমল সরকার বলেন, “সাধারণ মানুষের কথা ভেবে স্বল্প মূল্যেই এই পরিষেবা চালু করেছি আমরা। শুধু কালচিনি ব্লক বা আলিপুরদুয়ার জেলা নয়, প্রয়োজনে ডুয়ার্সের অন্যান্য স্থানের মানুষেরাও এই পরিষেবা পাবেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চা বলয় অধ্যুষিত এলাকা কালচিনি ব্লক। এই ব্লকে নেই কোন ইলেকট্রিক চুল্লি। মৃতদেহ সৎকারের জন্য শ্মশানগুলিতে কাঠ ভরসা। এই সমস্যা মেনে নিয়েছেন এই ব্লকের বাসিন্দারা। শববাহী গাড়ির চাহিদা ছিল সকলের। সেই দাবি পূরণ হওয়াতে খুশির হাওয়া এলাকায়।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: কালীপুজো মেলা কমিটির কুর্নিশ জানানো উদ্যোগ! মেলার টাকা হেলায় নষ্ট নয়, কিনে ফেলল দরিদ্রদের আস্ত শববাহী গাড়ি
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement