Alipurduar News: 'পড়াশোনা করব!' থানায় ছুটে যায় অসহায় দুই বোন! খবর পেয়ে যা করলেন বিধায়ক
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
অসহায় দুই বোনের পড়াশুনার দায়িত্ব নিলেন বিধায়ক
আলিপুরদুয়ার: পড়াশোনা করার জন্য আর প্রশাসনের দরবারে ঘুরতে হবে না দুই বোনকে। এবারে তাদের পড়াশোনার দায়িত্ব নিলেন বিধায়ক। যতদূর তারা পড়তে চাইবে, পড়ানো হবে তাদেরকে।
শামুকতলা ধর কলোনী এলাকায় দুই ছোট পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন বিধায়ক মনোজ কুমার ওঁরাও। অসহায় এই দুই বোনের পড়াশোনা শেখার তাগিদের কথা জানতে পারেন বিধায়ক। এমনকি পড়াশোনা শেখার জন্য সম্প্রতি এই দুই বোন থানার দ্বারস্থ হয়েছিল। এই খবরই নাড়িয়ে তোলে বিধায়ককে। এরপর তিনি এলাকায় খোঁজ নিতে শুরু করেন।
আরও পড়ুন: উধাও হয়ে যাবে সব আবর্জনা! তৈরি হবে পার্ক! আলিপুরদুয়ার হাসপাতাল নিয়ে বড় পরিকল্পনা প্রশাসনের
advertisement
advertisement
জানা যায়, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পম্পা দেবনাথ। পারিবারিক সমস্যার কারণে তার দুই কন্যা সন্তানকে নিয়ে অন্যত্র ভাড়া থাকেন। গত ছয় মাস ধরে তিনি শামুকতলা ধর কলোনিতে এক বাড়িতে ভাড়া থাকছেন। তার সন্তানরা আগে ভাল স্কুলে পড়তেন। তবে এখন আর ভাল স্কুলে পড়ানো সম্ভব হয়না। এমনকি পড়ার বই নেই তাঁদের কাছে। সংসার চালানোর জন্য পরিচারিকার কাজ করেন পম্পা দেবনাথ। এই খবর জেনে বিধায়ক তাঁদের কাছে আসেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পম্পা দেবনাথের দুই কন্যা সন্তানের মধ্যে একজন প্রথম শ্রেণি ও অপরজন চতুর্থ শ্রেণীর পড়ুয়া। মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ সম্পর্কে ওয়াকিবহাল পম্পা দেবনাথ। কিন্তু তার কাছে করণীয় কিছুই ছিল না। বিধায়ককে দেখে এই দুই কন্যা সন্তান শুধুই পড়াশোনা করে যাওয়ার আর্জি রাখে। এরপর বিধায়ক তাদের পড়াশোনার দায়িত্ব নেয়। তাদেরকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। বিধায়ক মনোজ কুমার ওঁরাও জানান, “ফুটফুটে এই দুই শিশুর জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে কিছুই করিনি মনে হবে। ওরা শুধু পড়তে চায়, আমি ওদের পড়াশোনার দায়িত্ব নিলাম।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 2:57 PM IST
