Alipurduar News: গরু, ছাগল কিছুই ফেলে রাখছে না! লেপার্ডের জ্বালায় অতিষ্ঠ বাসিন্দাদের ওষুধ 'খাঁচা'

Last Updated:

লেপার্ড ধরতে এলাকায় দুটি খাঁচা বসালো বন দফতর

+
খাঁচা

খাঁচা

আলিপুরদুয়ার: বাসিন্দাদের দাবি মেনে এলাকায় লেপার্ড ধরতে এলাকায় দুটি খাঁচা বসালো বন দফতর। এই খাঁচা দেখা যাচ্ছে সাতালি নাকাডালা এলাকাতে গেলেই। এই এলাকার মানুষেরা জীবিকা হারিয়ে ফেলছেন লেপার্ডের উপদ্রবের কারণে।
চা বাগানের পর কালচিনি ব্লকের অন্যান্য এলাকাতেও লেপার্ডের হামলায় ঘুম উড়েছে বাসিন্দাদের। অভিযোগ, প্রায় দুমাস ধরে প্রতিনিয়ত কালচিনি ব্লকের সাতালি নাকাডালা এলাকায় হানা দিচ্ছে লেপার্ড এবং নিয়ে যাচ্ছে বাসিন্দাদের বাড়ি থেকে গবাদি পশু। লেপার্ডের হানার ফলে একদিকে যেখানে জীবিকা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে বাসিন্দাদের, অপরদিকে প্রতিনিয়ত লেপার্ড লোকালয়ে আসায় ভয়ে ঘুম উড়েছে সাতালি নাকাডালা এলাকার বাসিন্দাদের। কার্যত সন্ধ্যা নামতেই গৃহবন্দী হয়ে পড়ছেন বাসিন্দারা, খুব একটা জরুরি কাজ ছাড়া কেউই বের হচ্ছেন না বাড়ি থেকে।এমনটাই দাবি করছেন বাসিন্দারা।
advertisement
advertisement
সঞ্জয় মুর্মু নামের এলাকার বাসিন্দা জানান, “এই এলাকায় কয়েকশো পরিবারের বাস।আর সকলেরই অন্যতম প্রধান জীবিকা হল পশুপালন। লেপার্ড এসে বাসিন্দাদের বাড়ি থেকে শুকর, ছাগল, গরুর মত গবাদি পশু নিয়ে যাচ্ছে ফলে জীবিকা হারানোর আশংকায় রয়েছি আমরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা আরও জানান, এখন না হয় গবাদি পশুর ওপর হামলা করছে লেপার্ড। পরবর্তীতে তাঁদের ওপর হামলা হবে না তার কি নিশ্চিয়তা রয়েছে বলে জানান তারা।বন দফতরের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত বলে জানাচ্ছেন তারা। যদিও বাসিন্দাদের দাবি মেনে এলাকায় খাঁচা বসানো হয়েছে বলে জানান যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। লেপার্ড ধরা পড়লে নিশ্চিন্ত হবেন বাসিন্দারা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: গরু, ছাগল কিছুই ফেলে রাখছে না! লেপার্ডের জ্বালায় অতিষ্ঠ বাসিন্দাদের ওষুধ 'খাঁচা'
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement