Jagaddhatri Puja 2025: প্রতিমা সজ্জিত ৩০ ভরি সোনার অলঙ্কারে, অর্ধশতকের এই জগদ্ধাত্রী পুজোয় নবমীতে হয় সন্ধিপুজো ও কুমারীপুজো
- Reported by:Tanmoy Mondal
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jagaddhatri Puja 2025: বৃহস্পতিবার একদিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো চলছে। দশমী পুজো হবে শুক্রবার । তবে আগে কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসা হলেও বর্তমানে কালের নিয়মে যাতায়াতের অসুবিধার কারণে এখন আর কলকাতা কুমারটুলি প্রতিমা আনা হয় না। বর্তমানে স্হানীয় প্রতিমা শিল্পীদের নিয়ে প্রতিমা তৈরি করা হয়ে থাকে। এখানে অষ্টমী তে সন্ধি পুজো না হলেও নমবীর রাতে হয় সন্ধি পুজো।
advertisement
বৃহস্পতিবার একদিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো চলছে। দশমী পুজো হবে শুক্রবার । তবে আগে কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসা হলেও বর্তমানে কালের নিয়মে যাতায়াতের অসুবিধার কারণে এখন আর কলকাতা কুমারটুলি প্রতিমা আনা হয় না। বর্তমানে স্হানীয় প্রতিমা শিল্পীদের নিয়ে প্রতিমা তৈরি করা হয়ে থাকে। এখানে অষ্টমী তে সন্ধি পুজো না হলেও নমবীর রাতে হয় সন্ধি পুজো।
advertisement
advertisement
advertisement
শাস্ত্র জানাচ্ছে, দেবী জগদ্ধাত্রীর রূপ উজ্জ্বল। তাঁর তিনটি চোখ, চারটি হাত। চার হাতে শঙ্খ, ধনুক, তীর এবং চক্র। শঙ্খ শব্দের প্রতীক, শব্দই নাদ, নাদই ব্রহ্ম। দেবী বাক্ রূপেও নিজেকে প্রকাশ করেন। দেবীর হাতের ধনুকটি হল অসীম চৈতন্যশক্তির প্রতীক। সেই চেতনা যখন ক্রিয়াশীল হয় তখন মানুষের লক্ষ্য হয় প্রাপ্তি-- যশ-অর্থ-মোক্ষ! প্রাপ্তির শেষ নেই। সেই প্রাপ্তির দিকে তাকিয়েই থাকে তীর বা বাণ। ধনুকের ছিলাটিও প্রতীকী। এটি জগজ্জননী বেঁধে দেন সাধুজনের অন্তরে।









