Alipurduar News: লোকালয়ে ঢুকে রুদ্রমূর্তি হাতির! তাণ্ডবে ভাঙল ১০টি ঘর, আহত ২ শিশু সহ ৪

Last Updated:

জঙ্গল থেকে লোকালয়ে এসে ব্যাপক তান্ডব চালাল হাতি

হাতির হানায় ক্ষতিগ্রস্ত ঘর 
হাতির হানায় ক্ষতিগ্রস্ত ঘর 
আলিপুরদুয়ার: জঙ্গল থেকে লোকালয়ে এসে ব্যাপক তান্ডব চালাল হাতি। হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে আহত একই পরিবারের দুজন শিশু সহ চারজন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত প্রায় ১০টির কাছাকাছি ঘরও। কালচিনি ব্লকের মেচপাড়া ১২ নম্বর লাইনের ঘটনা। বুধবার গভীর রাতে জঙ্গল থেকে শ্রমিক মহল্লায় প্রবেশ করে একটি হাতি।
হাতির শুঁড়ের ধাক্কায় দেওয়াল ভাঙে রাজু লোহার নামে এক শ্রমিকের ঘরের। স্থানীয় সূত্রে খবর, সে সময় রাজু তার স্ত্রী ও তার দুই শিশু সেই ঘরেই ঘুমিয়ে ছিলেন। এ বিষয়ে রাজু লোহার বলেন, “সেই দেওয়ালের পাশেই ঘুমিয়ে ছিলাম আমরা। দেওয়াল ভেঙে আমাদের ওপর পড়ে। আমার পাঁচ বছরের ছেলে ও দশ বছরের মেয়ে চাপা পড়ে যায় তাতে। অনেক কষ্টে তাদের সেখান থেকে বের করে পালিয়ে আসি ঘর থেকে।”
advertisement
advertisement
এরপরই তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় বনকর্মীরা। পাশাপাশি, হাতিটিকে জঙ্গলমুখ করেন তারা। তবে ততক্ষণে হাতিটি ব্যাপক তান্ডব চালিয়েছে।হাতির হামলায় ভেঙে গিয়েছে বাগানের শ্রমিক হীরা ওঁরাওয়ের বাঁশের খুঁটি, বেতের দেওয়াল ও  ত্রিপলের ছাদের ঘরও। এরূপ অবস্থায় বর্তমানে মাথা গোজার ঠাঁইটুকু নেই তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন খবর পেয়ে এলাকায় আসেন জেলা পরিষদের সভাধিপতি ও বন দফতরের সঙ্গে কথা বলে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থাও করেন এবং আহত চারজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, “খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: লোকালয়ে ঢুকে রুদ্রমূর্তি হাতির! তাণ্ডবে ভাঙল ১০টি ঘর, আহত ২ শিশু সহ ৪
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement