বছর শেষেই ভাগ্যবদল! বৃষ, তুলা ও মীনের জীবনে আসছে শুভ সময়, মিলবে সাফল্য-সমৃদ্ধির ইঙ্গিত

Last Updated:
শুক্রের নক্ষত্র বদলে ভাগ্য বদলাতে চলেছে বেশ কিছু রাশির!
1/6
এই শুভ সময়টি চলাকালীন নিজেকে মানসিকভাবে স্থির রেখে, পরিকল্পনামাফিক পদক্ষেপ নিলে ফল হবে আরও ভাল। শুক্র ও শনির এই একম-একাদশ যোগ ২০২৫ সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা হয়ে উঠতে পারে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের গুরুত্ব অনেক। মূলত, প্রেম, বিলাসিতা ও সৌন্দর্যের গ্রহ শুক্র তার অবস্থান বদল করতে চলেছে। আগামী ২০ ডিসেম্বর বুধের নক্ষত্র জ্যেষ্ঠা ছেড়ে মূলা নক্ষত্রে প্রবেশ করবে দৈত্যাচার্য শুক্র।
advertisement
2/6
এই তিন রাশির জাতক-জাতিকারা এই সময়কে কাজে লাগাতে পারলে জীবনে এক নতুন গতি এবং সমৃদ্ধির পথ খুলে যেতে পারে। ব্যক্তিগত উন্নতি, আর্থিক স্থিতি ও পারিবারিক শান্তি—সবই সম্ভব শুক্র-শনির এই শুভ যোগের প্রভাবে।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার বলেন, জ্যোতিষ অনুসারে মূলা হলো কেতুর নক্ষত্র। অর্থাৎ বুধের ঘর ছেড়ে কেতুর ঘরে আসবে শুক্র। ২০ ডিসেম্বর সকাল ৭টা ৫০ মিনিটে এই গোচর হবে। ছায়া গ্রহ কেতুর নক্ষত্রে শুক্র গ্রহের অবস্থান লাভজনক হতে চলেছে কোনও কোনও রাশির জাতকের জন্য। দেখে নিন বছরের শেষে শুক্রের গোচর সাফল্য এনে দেবে কোন কোন রাশির জাতককে।
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
বৃষ রাশি২০ ডিসেম্বর থেকে বৃষ রাশির জাতকদের জন্য শুরু হচ্ছে বিশেষ শুভ সময়। আরাম, বিলাসিতা ও পারিবারিক শান্তিতে কাটবে এই সময়টা। পরিবারের সকলের সহযোগিতা পাবেন। শিল্পকলায় উন্নতি ও সৃজনশীল কাজে নতুন সুযোগ আসবে। ব্যবসার প্রয়োজনেই ভ্রমণ হতে পারে, আর সেই সফর থেকেই মিলতে পারে বড় লাভ—যা দিয়ে নতুন গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। বিনিয়োগ থেকেও মুনাফা বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, সামাজিক মেলামেশা বাড়বে এবং সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবারে উৎসবের পরিবেশ থাকবে।
advertisement
4/6
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আনবে মহালক্ষ্মী যোগ। এই যোগের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।
তুলা রাশিতুলা রাশির ওপর মূলা নক্ষত্রে শুক্রের গোচর বিশেষ শুভ প্রভাব ফেলবে। এই সময়ে নতুন বাড়ি কেনার সম্ভাবনা আছে। বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে। কাজ সহজেই সম্পন্ন হবে এবং সামাজিক ও পেশাগত ক্ষেত্রে প্রভাব, প্রতিপত্তি ও জনপ্রিয়তা বাড়বে। ব্যবসায় নতুন সংযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস থাকবে শীর্ষে, ভ্রমণের সম্ভাবনাও আছে। আপনার নেতৃত্বে একটি বড় দল কাজ করতে পারে।
advertisement
5/6
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মীন রাশিমীন রাশির জাতকদের জন্য শুক্রের প্রভাবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। তীর্থযাত্রা বা ধর্মীয় ভ্রমণ হতে পারে। ব্যবসায়ীরা নতুন কাজের বরাত পেতে পারেন। ছাত্রছাত্রীরা অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয়ে পরীক্ষায় সাফল্য অর্জন করবে। আত্মবিশ্বাস, ইতিবাচক শক্তি ও মানসিক উন্নতি দেখা দেবে। সমাজে ভালো ভাবমূর্তি তৈরি হবে এবং কর্মজীবনে উন্নতির সুযোগ মিলবে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement