Siliguri News: ক্রান্তির ঘটনার পর ধোলাবাড়িতে বড় উদ্যোগ! পরিবার পরিকল্পনা নিয়ে মহিলাদের সচেতনতা বার্তা, কী কী করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: ধোলাবাড়িতে পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল FWN Foundation ও বন্ধুচল। পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সঠিক ব্যবহার-সহ নানা দিক ব্যাখ্যা করলেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধোলাবাড়ি গ্রামে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা উঠে এল। কয়েকদিন আগেই ক্রান্তি থানার অন্তর্গত রাজাডাঙ্গা এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক শিশুহত্যার ঘটনার পর গোটা অঞ্চল জুড়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, পরিবার পরিকল্পনার অভাব কি নতুন বিপর্যয় ডেকে আনছে? তারই পরিপ্রেক্ষিতে এবারের সচেতনতা শিবির যেন নতুন দিশা দেখাল সমাজকে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
সম্প্রতি রাজাডাঙ্গা গ্রামে এক মা গোপনে পঞ্চম সন্তান ধারণ করেন। কিন্তু আর্থিক সংকট ও মানসিক চাপে সদ্যোজাত শিশুকে হত্যা করে পুঁতে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। প্রতিবেশীদের নজর কাড়তেই শিশুকে একটি দেওয়ালের উপর ফেলে পালিয়ে যান তিনি। পরে পুলিশ মা ও বাবা দু’জনকেই গ্রেফতার করে। এই ভয়াবহ ঘটনা স্থানীয় সমাজকে নাড়িয়ে দেয়। এর মধ্যেই ধোলাবাড়িতে পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য নিয়ে বৃহৎ সচেতনতা শিবিরের আয়োজন করল FWN Foundation ও বন্ধুচল।
advertisement
advertisement
মূলত শিবিরে জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সঠিক ব্যবহার, মাতৃস্বাস্থ্য ও নবজাতক সুরক্ষার নানা দিক বিশদে ব্যাখ্যা করেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। সচেতনতার অভাবই বহু ক্ষেত্রে অপ্রত্যাশিত গর্ভধারণ, আর্থিক সংকট ও পারিবারিক বিপর্যয় ডেকে আনে ক্রান্তির ঘটনাটি তারই জ্বলন্ত উদাহরণ।
advertisement
advertisement
পদ্মশ্রী করিমুল হক জানান, “এই ধরনের সচেতনতা শিবির আরও বেশি বেশি হওয়া উচিত। পরিবার পরিকল্পনা না জানার ফলে অনেক পরিবারই সমস্যায় পড়ে।” ক্রান্তির মর্মান্তিক ঘটনার পর ধোলাবাড়ির এই উদ্যোগ সমাজে এক নতুন বার্তা দিয়েছে, অজ্ঞতা নয়, সচেতনতা এবং পরিকল্পনাই পারে ভবিষ্যৎকে নিরাপদ করতে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
