বছর শেষে টলিউডে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

Last Updated:

Veteran Tollywood actor Kalyan Chatterjee passed away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। রবিবার রাত পৌনে ন’টা নাগাদ বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

News18
News18
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। রবিবার রাত পৌনে ন’টা নাগাদ বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত দীর্ঘদিনের অসুস্থতা ক্রমশ জটিল হয়ে উঠছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষরক্ষা হল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বর্তমানে তাঁর মরদেহ বাঙুর হাসপাতালেই রাখা রয়েছে। সমস্ত আইনি ও হাসপাতাল-সংক্রান্ত ফর্মালিটি শেষ হলে আজ রাতেই শেষকৃত্য হবে।
কল্যাণ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের এক পরিচিত মুখ। সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে, পার, সফেদ হাতি থেকে সবুজ দ্বীপের রাজা—বহু উল্লেখযোগ্য ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। শুধু সিনেমা নয়, নানা ধারাবাহিক ও টেলিফিল্মেও সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। শিল্পী মহলের দাবি, চরিত্রাভিনয়ের ক্ষেত্রে কল্যাণবাবু ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব।
advertisement
১৯৪২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম নেওয়া কল্যাণ চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৬৮ সালে ‘আপনজন’ ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা। এরপর সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে এবং হিন্দি ছবিতে বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও পর্দা ভাগ করেছেন কল্যাণবাবু। কয়েকশো ছবিতে অভিনয় করে তিনি শিল্পমহলে আলাদা স্থান তৈরি করেছিলেন।
advertisement
advertisement
গত কয়েকদিন ধরে বাঙুর হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি। কিন্তু অবশেষে সমস্ত লড়াইয়ের অবসান ঘটল। কেওড়াতলা মহাশ্মশানে রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আটিস ফোরামের পক্ষ থেকে শেষযাত্রার সমস্ত ব্যবস্থায় সহযোগিতা করা হচ্ছে। প্রবীণ অভিনেতার মৃত্যুতে টলি পাড়ায় শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বছর শেষে টলিউডে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement