Alipurduar News: চা চাষে শিরে সংক্রান্তি! যত গরম বাড়ছে, ততই বাড়ছে লুপারের আক্রমণ, দোসর রেড স্পাইডার
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
গরম পড়তেই লুপার ও রেড স্পাইডার আক্রমণ বাড়ছে চা বাগানে
আলিপুরদুয়ার: বৈশাখ পড়তেই গরমের ব্যাটিং শুরু। ধীরে ধীরে নাজেহাল হতে শুরু করেছে প্রাণীকুল। এই গরমে কেমন আছে চা বাগান? জানেন কি? গরম পড়তেই লুপার ও রেড স্পাইডার আক্রমণ করতে শুরু করেছে চা গাছে। লুপারের আক্রমণ সব চাইতে বেশি পরিমাণে হচ্ছে বলে জানা গিয়েছে।
ডুয়ার্স জুড়ে ভ্যাপসা গরম আবহাওয়া দেখা যাচ্ছে। ডুয়ার্স এলাকার আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বেশ কিছু বছর ধরে। গরমের দিনে তাপমাত্রা ৪০° ডিগ্রি ছুঁয়ে ফেলে। বর্তমানে চলছে ৩২° ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া লুপার পোকার উপদ্রবের জন্য আদর্শ সময় বলে বলছেন চা বিশেষজ্ঞরা। একবার কোন বাগানে লুপার পোকার উপদ্রব শুরু হলে, তা দু’সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বাগানে ছেয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ৭ বিঘা জমির ভুট্টা, ১ বিঘা জমির টমেটো! রাতারাতি সাবাড় করে দিল ‘ওরা’! মাথা চুলকাচ্ছেন চাষিরা
advertisement
লুপার পোকা চা পাতার ক্ষতি করে। তার সঙ্গে যদি দোসর হয় রেড স্পাইডার, তাহলে চা গাছের বৃদ্ধিতেও সমস্যা দেখা  যায়। ডুয়ার্স এলাকার আলিপুরদুয়ার জেলায় গরমের পাশাপাশি মাঝেমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি। তবে আলিপুরদুয়ার জেলার চা বাগানের ক্ষেত্রে এই বৃষ্টি পর্যাপ্ত নয় বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলার চা শিল্পের করুন পরিস্থিতি বলে জানালেন ভাতখাওয়া চা বাগানের জেনারেল ম্যানেজার তথা ডিবিআইটিএ কালচিনি সার্কলের চেয়ারম্যান টি এন পান্ডে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, “মে মাসে আরও গরম বাড়বে। তখন লুপার প্রতিটি বাগানে জাঁকিয়ে বসবে। সব চাইতে প্রভাব দেখা যাবে চা উৎপাদনে। ২০% চা কম উৎপাদন হবে। এই এলাকার চা গাছে বৃষ্টির জল ২-৩ ইঞ্চি দাঁড়িয়ে লাভ হয় না। পর্যাপ্ত বৃষ্টি না হলে সমস্যা বাড়বে।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 1:09 PM IST

 
              