Miss India Junior: জাতীয় স্তরে বাংলার জয়জয়কার, মিস ইন্ডিয়া জুনিয়রে ‘সেকেন্ড রানারআপ’ ও ‘মিস চার্মিং’ দুর্গাপুরের সৌর্য্যা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Miss India Junior: মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬ এর মঞ্চে জয়জয়কার বঙ্গ তনয়ার। প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ দুর্গাপুরের সৌর্য্যা পাশাপাশি জিতেছে মিস চার্জিং খেতাবও।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন, ওর কনফিডেন্ট দেখে আমরা ওকে মিস ইন্ডিয়া জুনিয়ার এ অংশগ্রহণ করার জন্য বলি। এই প্রতিযোগিতায় প্রথম দেশের প্রায় ২২ থেকে ২৩টি মেট্রোপলিটন শহরে প্রাথমিক অডিশন হয়। পরে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।৬,৭,ও ৮ ই জানুয়ারি তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা।
advertisement
প্রতিযোগিতার প্রথম দিনে হয় কালচারাল রাউন্ড, যেখানে নিজের সংস্কৃতি ও ব্যক্তিত্ব তুলে ধরার সুযোগ পায় প্রতিযোগীরা।সেখানে নিজের দেশের জাতীয় সঙ্গীতের থিম তুলে ধরে সে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ডিজাইনার রাউন্ড, আর শেষদিন গ্র্যান্ড ফাইনালে মেধা, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে বিচারকদের নজর কাড়ে সৌর্য্যা।
advertisement
advertisement








