Miss India Junior: জাতীয় স্তরে বাংলার জয়জয়কার, মিস ইন্ডিয়া জুনিয়রে ‘সেকেন্ড রানারআপ’ ও ‘মিস চার্মিং’ দুর্গাপুরের সৌর্য্যা

Last Updated:
Miss India Junior: মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬ এর মঞ্চে জয়জয়কার বঙ্গ তনয়ার। প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ দুর্গাপুরের সৌর্য্যা পাশাপাশি জিতেছে মিস চার্জিং খেতাবও।
1/8
মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬-এর মঞ্চে সাফল্য বঙ্গতনয়া সৌর্য্যার। ১১ থেকে ১২ বছর বিভাগের ২৮ জন প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে সে পাশাপাশি জিতেছে মিস চার্মিং খেতাব। তার এই সাফল্যের খুশির তার পরিবার সহ সমগ্র দুর্গাপুরবাসি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬-এর মঞ্চে সাফল্য বঙ্গতনয়া সৌর্য্যার। ১১ থেকে ১২ বছর বিভাগের ২৮ জন প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে সে পাশাপাশি জিতেছে মিস চার্মিং খেতাব। তার এই সাফল্যের খুশির তার পরিবার সহ সমগ্র দুর্গাপুরবাসি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা সৌরভ অধিকারী ও সুনিতা অধিকারীর একমাত্র কন্যা সৌয্যা অধিকারী। দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীর সে। ছোট থেকেই নাচ,আবৃতি,খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল সৌয্যার কিন্তু বিশেষ আগ্রহ ছিল মডেলিং- এর নিয়ে।
বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা সৌরভ অধিকারী ও সুনিতা অধিকারীর একমাত্র কন্যা সৌয্যা অধিকারী। দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীর সে। ছোট থেকেই নাচ,আবৃতি,খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল সৌয্যার কিন্তু বিশেষ আগ্রহ ছিল মডেলিং- এর নিয়ে।
advertisement
3/8
মডেলিং লাইফে তার যাত্রা শুরু দুর্গাপুরেরই একটি ফ্যাশন শো দিয়ে। সেই শো-তে তার কনফিডেন্স দেখে সৌর্য্যার মা সুনিতা অধিকারী তাকে ভর্তি করে একটি গ্রুমিং স্কুলে এবং তাকে আরও উৎসাহিত করতেন মডেলিংয়ের জন্য।
মডেলিং লাইফে তার যাত্রা শুরু দুর্গাপুরেরই একটি ফ্যাশন শো দিয়ে। সেই শো-তে তার কনফিডেন্স দেখে সৌর্য্যার মা সুনিতা অধিকারী তাকে ভর্তি করে একটি গ্রুমিং স্কুলে এবং তাকে আরও উৎসাহিত করতেন মডেলিংয়ের জন্য।
advertisement
4/8
সুনিতা অধিকারী বলেন,সৌর্য্যা ছোট থেকেই মডেলিং ভালোবাসা। নাচ, আবৃতি,ইয়োগা সব শিখলেও, মডেলিং-এর প্রতি ছিল ওর বিশেষ আগ্রহ। সে বিষয়টি লক্ষ্য রেখে আমরা ওকে উৎসাহ দিন মডেলিং নিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য ।
সুনিতা অধিকারী বলেন,সৌর্য্যা ছোট থেকেই মডেলিং ভালোবাসা। নাচ, আবৃতি,ইয়োগা সব শিখলেও, মডেলিং-এর প্রতি ছিল ওর বিশেষ আগ্রহ। সে বিষয়টি লক্ষ্য রেখে আমরা ওকে উৎসাহ দিন মডেলিং নিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য ।
advertisement
5/8
তিনি আরও বলেন, ওর কনফিডেন্ট দেখে আমরা ওকে মিস ইন্ডিয়া জুনিয়ার এ অংশগ্রহণ করার জন্য বলি। এই প্রতিযোগিতায় প্রথম দেশের প্রায় ২২ থেকে ২৩টি মেট্রোপলিটন শহরে প্রাথমিক অডিশন হয়। পরে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।৬,৭,ও ৮ ই জানুয়ারি তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা।
তিনি আরও বলেন, ওর কনফিডেন্ট দেখে আমরা ওকে মিস ইন্ডিয়া জুনিয়ার এ অংশগ্রহণ করার জন্য বলি। এই প্রতিযোগিতায় প্রথম দেশের প্রায় ২২ থেকে ২৩টি মেট্রোপলিটন শহরে প্রাথমিক অডিশন হয়। পরে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।৬,৭,ও ৮ ই জানুয়ারি তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা।
advertisement
6/8
প্রতিযোগিতার প্রথম দিনে হয় কালচারাল রাউন্ড, যেখানে নিজের সংস্কৃতি ও ব্যক্তিত্ব তুলে ধরার সুযোগ পায় প্রতিযোগীরা।সেখানে নিজের দেশের জাতীয় সঙ্গীতের থিম তুলে ধরে সে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ডিজাইনার রাউন্ড, আর শেষদিন গ্র্যান্ড ফাইনালে মেধা, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে বিচারকদের নজর কাড়ে সৌর্য্যা।
প্রতিযোগিতার প্রথম দিনে হয় কালচারাল রাউন্ড, যেখানে নিজের সংস্কৃতি ও ব্যক্তিত্ব তুলে ধরার সুযোগ পায় প্রতিযোগীরা।সেখানে নিজের দেশের জাতীয় সঙ্গীতের থিম তুলে ধরে সে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ডিজাইনার রাউন্ড, আর শেষদিন গ্র্যান্ড ফাইনালে মেধা, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে বিচারকদের নজর কাড়ে সৌর্য্যা।
advertisement
7/8
মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬ -এর ১১ থেকে ১২ বছর বিভাগে দ্বিতীয় রানার আপ বয়সে। জিতেছে মিস চার্মিং খেতাবও।​সাফল্যের মুকুট মাথায় নিয়ে সৌর্য্যার বলে,
মিস ইন্ডিয়া জুনিয়র ২০২৬ -এর ১১ থেকে ১২ বছর বিভাগে দ্বিতীয় রানার আপ বয়সে। জিতেছে মিস চার্মিং খেতাবও।​সাফল্যের মুকুট মাথায় নিয়ে সৌর্য্যার বলে, "মডেলিং আমার ভালোবাসা, আর এই মঞ্চ আমাকে অনেক কিছু শিখিয়েছে।" বঙ্গতনয়া সৌর্যার এই সাফল্যের খুশি তার স্কুল, পরিবার সহ দুর্গাপুরবাসি।
advertisement
8/8
​আগামী দিনে মডেলিং জগতকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখছে খুদে এই প্রতিভা। তার এই জয় আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে দুর্গাপুরের আরও অনেক স্বপ্ন দেখা কিশোরীকে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
​আগামী দিনে মডেলিং জগতকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখছে খুদে এই প্রতিভা। তার এই জয় আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে দুর্গাপুরের আরও অনেক স্বপ্ন দেখা কিশোরীকে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement