Alipurduar News: ৭ বিঘা জমির ভুট্টা, ১ বিঘা জমির টমেটো! রাতারাতি সাবাড় করে দিল 'ওরা'! মাথা চুলকাচ্ছেন চাষিরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
৭ বিঘা জমির ভুট্টা, ১ বিঘা জমির টমেটো শেষ!
আলিপুরদুয়ার: ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে বুনো হাতির আতঙ্কে জুবুথুবু গ্রামবাসীরা। প্রায় ১০-১৫টি হাতির একটি দল রোজ এলাকায় আসছে। গতকাল রাতে তান্ডব চালিয়ে প্রায় সাত বিঘা জমির ভুট্টা নষ্ট করে দিয়েছে।
এর পাশাপাশি এক বিঘা টমেটো ক্ষেত তছনছ করে দেয় হাতির দলটি। চোখের সামনে সবটা দেখেও কিছুই করতে পারেন না এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে হানা দিচ্ছে সন্ধ্যা নামতেই। কখনও কৃষকের চাষের জমি, আবার কখনও ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে l এলাকার কৃষকরা লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্কে রয়েছেন।
advertisement
advertisement
ক্ষতিগ্রস্ত এক চাষি মেহেতাব হোসেন জানান, “জঙ্গল থেকে কমপক্ষে ১০-১৫ টির বেশি হাতি পশ্চিম শালকুমার গ্রামে ঢুকে আমার প্রায় এক বিঘা টমেটো ক্ষেত নষ্ট করে দেয়। হাতির দলটি তান্ডব চালায় প্রায় আড়াই ঘন্টা।” এবিষয়ে জলদাপাড়া বন বিভাগের মাদারিহাট রেঞ্জের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, “ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 2:36 PM IST

