Alipurduar News: পালিত হচ্ছে গদান বথর উৎসব, জানেন কেন এই পুজোর আয়োজন করা হয়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বৈশাখ মাসে গদান বথর উৎসব পালিত হয়
আলিপুরদুয়ার: বোরো জনজাতিদের বৈশাখ উৎসব উদযাপিত হচ্ছে আলিপুরদুয়ার জেলার সাতালি মণ্ডল পাড়া এলাকায়। বোরো সমাজের সকল জনগণ নিজের সাংস্কৃতিক পোশাক ডোকনা পরে পুজোয় অংশগ্রহণ করেন।
১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় বৈশাখ মাসে গদান বথর উৎসব পালিত হয়। বছর নিয়ে তাদের ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে। বোরো সমাজের মহিলারা পুজোর পর সাত দিনব্যাপী বাগুরুম্বা নৃত্য করে থাকে। পুজোর পরে এলাকায় যত বোরো জনজাতি রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই বাগুরুম্বা নৃত্যটি করে থাকেন মহিলারা।
advertisement
advertisement
এ বিষয়ে পুরোহিত বঙ্কিম ব্রহ্ম জানান, “নতুন বছর শুরু হতেই অগ্নিকে পুজো করা হয়। ১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় গদান বথর পালিত হচ্ছে। এ বছর নিয়ে ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে। এই পুজো করলে ফসল ভাল উৎপাদিত হয়, এমন ধারণা রয়েছে আমাদের। বন্যপ্রাণীর উপদ্রব কম হয়।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 2:21 PM IST
