Alipurduar News: পুজোর নাম সারহুল! পুজোয় মেলে আবহাওয়ার পূর্বাভাস, হয় গণবিবাহ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
সারহুল পুজোর পর গণবিবাহ দেওয়া হল নব দম্পতিদের, মিলল আবহাওয়ার পূর্বাভাস
আলিপুরদুয়ার: সারহুল পুজোর পর গণবিবাহ দেওয়া হল নব দম্পতিদের। কালচিনি ব্লকের সাতালি, সুভাষিনী এলাকায় দেখা যাচ্ছে গণবিবাহের আয়োজন। সারহুল উৎসব আদিবাসী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যার আক্ষরিক অর্থ ‘শাল গাছের পুজো’ করা। আলিপুরদুয়ার জেলার পূর্বসাতালী এলাকায় পালিত হল দুই দিন ব্যাপী সারহুল উৎসব। এটি একটি বসন্ত উৎসব, যা নতুন বছরের সূচনা করে।
সারহুল এমন একটি সময় যখন প্রকৃতির পুজো করা হয়। বিশেষ করে শাল গাছ, যা পবিত্র বলে বিবেচিত হয়। পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক উপাদানকে সমর্পিত করা হয়। সারহুলের পর, আদিবাসী সমাজের মানুষরা নতুন ফসল বপন শুরু করে। সারহুলের সময়, পুরোহিতরা আবহাওয়ার পূর্বাভাস দেন, যা নির্দেশ করে যে বছর কি ধরণের বৃষ্টিপাত হবে। সারহুল আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি তাদের জীবনে আনন্দ নিয়ে আসে। সারহুলের পর গণবিবাহ আয়োজিত হয়।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায় প্রথম সারহুল উৎসব পালন করা হয়। ১৯৭২ সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আদিবাসীরা সারহুল উৎসবে আগ্রহী হয়। সারহুল পুজোর পর গণবিবাহ দেওয়া হয় পুজো মন্ডপে। এবছর সুভাষিনী ও সাতালি এলাকায় গণ বিবাহ দেওয়া হল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পুজো কমিটির দায়িত্বে থাকা সদস্যরা জানান, বিয়ের আগে পুজোর আয়োজন শুভ বলে মনে করা হয়। তাই পুজোর পরে বিয়ের আয়োজন। নব দম্পতিদের আশীর্বাদ স্বরূপ উপহার দেওয়া।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 3:48 PM IST
