Dhupguri Bike Accident: গভীর রাতে আচমকা বিকট শব্দ! ধূপগুড়িতে ৩টি বাইকের সাংঘাতিক দুর্ঘটনা, কী অবস্থায় আহতরা?

Last Updated:

দুর্ঘটনায় ৭ বছরের এক শিশু-সহ পাঁচজন আহত হয়েছেন।

ধূপগুড়িতে একসঙ্গে তিনটি মোটরবাইকের সংঘর্ষে আহত ৫
ধূপগুড়িতে একসঙ্গে তিনটি মোটরবাইকের সংঘর্ষে আহত ৫
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ধূপগুড়ি মহকুমার ভোটপাড়া বাজার সংলগ্ন বটতলা এলাকায় শুক্রবার রাতে একই সঙ্গে ৩টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনায় ৭ বছরের এক শিশু-সহ পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরবাইক দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে গুরুতর আহত হন শ্যামল সরকার (২৭), মহিবুল মিয়া (৩৫) ও ফিরোজ আলম (৭)। আহতদের মধ্যে ফিরোজ আলম ও মহিবুল মিয়া বাবা-ছেলে।
আরও পড়ুনঃ  তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ
বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই প্রথমে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত তিনটি মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি!
অন্যদিকে, পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। ধব্রু মহাকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri Bike Accident: গভীর রাতে আচমকা বিকট শব্দ! ধূপগুড়িতে ৩টি বাইকের সাংঘাতিক দুর্ঘটনা, কী অবস্থায় আহতরা?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement