Teesta River: তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের 'রুট' খুঁজতে নদীতে পুলিশ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
নদী পথে চোরাকারবারীদের যাতায়াতের রুটের খোঁজ করতে এবার তিস্তায় নামল পুলিশ। চলল রেকি।
জলপাইগুড়ি, শান্তনু করঃ তিস্তা নদীকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চোরাচালানের অভিযোগ। তিস্তাকে ব্যবহার করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চলছিল পাচারকারীদের দেদার পাচার। নদী পথে চোরাকারবারীদের যাতায়াতের রুটের খোঁজ করতে এবার তিস্তায় নামল পুলিশ। চলল রেকি। ধৃত এক পাচারকারীকে সঙ্গে নিয়েই করা হল রেকি। জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বেলতলি সংলগ্ন তিস্তা নদী পথে মিলল পাচার পথের খোঁজ।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে বোনের বাড়ি বেড়াতে এসে সাংঘাতিক অভিজ্ঞতা অসমের মহিলার! ভাগ্যিস সিসিটিভি ছিল, নাহলে কী বিপদই না হত
নৌকা করে নদী পথ ঘুরে দেখলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
আরও পড়ুনঃ রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি!
সম্প্রতি তিস্তা নদী থেকে ১৯টি গরু উদ্ধার হয়েছে। গরু পাচারের অভিযোগে একজনকে গ্রেফতারও করে পুলিশ। তিস্তা নদীর কোন পথ ব্যবহার করছে পাচারকারীরা তার সন্ধান করতে ধৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে নদীতে করা হল রেকি। সেই পথের খোঁজ করতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ তিস্তায় রেকি করেন পুলিশ আধিকারিকরা। ধৃত পাচারকারীকে নিয়ে ঘটনার পুননির্মাণও করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 3:24 PM IST