Jalpaiguri: রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি! স্বাধীনতা দিবসের আগে এ কীসের অশনি সংকেত?

Last Updated:

স্বাধীনতা দিবসের আগে শহরের রাস্তায় এইভাবে পরিত্যক্ত সুটকেস পড়ে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধূপগুড়িতে পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধূপগুড়িতে পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ রাত পোহালেই স্বাধীনতা দিবস। ঠিক তার আগের দিন ধূপগুড়িতে পরিত্যক্ত সুটকেস ঘিরে ছড়াল বোমাতঙ্ক। বৃহস্পতিবার রহস্যজনকভাবে রাস্তার পাশে পড়ে থাকা একটি নতুন সুটকেস ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরের সিনেমা হলপাড়া এলাকায়।
এদিন হঠাৎই পথচারীদের নজর পড়ে ফুটপাতের ধারে একটি সুটকেসের উপর। আশেপাশে কাউকে না দেখে এবং দীর্ঘক্ষণ সেই সুটকেসটি অযত্নে পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়তে থাকে স্থানীয় লোকজনদের মনে। সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি ও তদন্তের প্রস্তুতি।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে বোনের বাড়ি বেড়াতে এসে সাংঘাতিক অভিজ্ঞতা অসমের মহিলার! ভাগ্যিস সিসিটিভি ছিল, নাহলে কী বিপদই না হত
স্বাধীনতা দিবসের আগে শহরের রাস্তায় এইভাবে পরিত্যক্ত সুটকেস পড়ে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে সুটকেসটির ভিতরে কী রয়েছে তা জানার জন্যে বোম স্কোয়াড ডাকার বিষয়টি বিবেচনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশের এক আধিকারিক জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
আরও পড়ুনঃ রাত হলেই ভয়ে কাঁটা গোটা এলাকা! শিকার হচ্ছিল একের পর এক… অবশেষে খাঁচায় আটক ভয়ানক ‘লেপার্ড’
শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মনে ভয় ও কৌতূহল – দুটোই কাজ করছে। বর্তমানে সুটকেসটি পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri: রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি! স্বাধীনতা দিবসের আগে এ কীসের অশনি সংকেত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement