রাত হলেই ভয়ে কাঁটা গোটা এলাকা! শিকার হচ্ছিল একের পর এক... অবশেষে খাঁচায় আটক ভয়ানক 'লেপার্ড'

Last Updated:

প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ির সদর ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ী চা বাগানে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল এই প্রাণী। উড়েছিল শ্রমিকদের রাতের ঘুম.

+
লেপার্ড

লেপার্ড উদ্ধার

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ভোরের আলো ফুটতেই আটক নখের থাবায় ঘায়েল করা এলাকার ত্রাস, তা দেখতে ভিড় জমাল আমজনতা। প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ির সদর ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ী চা বাগানে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল এই প্রাণী। যার ফলে ব্যাহত হচ্ছিল কাঁচা চা পাতা তোলার কাজ। উড়েছিল শ্রমিকদের রাতের ঘুম। ভয়ে দু’চোখের পাতা এক করা দায় হয়ে উঠেছিল তাঁদের। অবশেষে শনিবার রাতে চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে ধরা পড়ল পূর্ণ বয়স্ক লেপার্ড।
আরও পড়ুনঃ বাড়ি ফাঁকা পেয়ে দেদার সুখটান দিয়ে যা কাণ্ড ঘটাল চোরেরা! শুনলে চোখ কপালে উঠবে…
এই প্রসঙ্গে চা বাগানের এক বাসিন্দা অমল নায়ক ফোনে জানান, প্রায় দেড় মাস ধরে এই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করেছিল লেপার্ডটি। মাস খানেক আগে বাগানের করলা লাইনে ঝন্টু ওরাওকে আক্রমণ করেছিল। এছাড়া চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশুও ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে লেপার্ডটি। তবে এই এলাকায় আর‌ও লেপার্ড রয়েছে বলে জানান তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে সাতসকালে লেপার্ড আটকের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি শ্রমিক মহলে। খাঁচাবন্দি লেপার্ড দেখতে ভিড় জমায় এলাকার লোকজন। বৈকুণ্ঠপুর বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আটক লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। খাঁচায় লেপার্ড বন্দি হ‌ওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন চা শ্রমিকরা।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাত হলেই ভয়ে কাঁটা গোটা এলাকা! শিকার হচ্ছিল একের পর এক... অবশেষে খাঁচায় আটক ভয়ানক 'লেপার্ড'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement