বাড়ি ফাঁকা পেয়ে দেদার সুখটান দিয়ে যা কাণ্ড ঘটাল চোরেরা! শুনলে চোখ কপালে উঠবে...
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ঘুরতে যাওয়ার আগেই ঘর শূন্য করল চোরের দল! ঘরে ঢুকে বাদ গেল না সুখটানও! কিভাবে হল এই চুরি জানলে চমকে উঠবেন। জলপাইগুড়ি শহরে ক্রমবর্ধমান চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ঘুরতে যাওয়ার আগেই ঘর শূন্য করল চোরের দল! ঘরে ঢুকে বাদ গেল না সুখটানও! কিভাবে হল এই চুরি জানলে চমকে উঠবেন। জলপাইগুড়ি শহরে ক্রমবর্ধমান চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। শনিবার সকালে নতুন করে চাঞ্চল্য ছড়াল, যখন দুষ্কৃতীদের শিকার হলেন জলপাইগুড়ি শহরের এক প্রবীণ। জানা যায়, শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া বাই লেনে দীর্ঘদিন ধরে বসবাস প্রদীপ সরকার নামে এক প্রবীণ ব্যক্তির। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেই উদ্দেশ্যে শনিবার ভোরে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে। সকাল আটটা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখতে পান, ঘরের আলমারি ভাঙা, মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও, এখনও পর্যন্ত চোরদের কোনও সন্ধান মেলেনি। প্রদীপবাবু পেশায় সাংবাদিক। সংশ্লিষ্ট মহলের দাবি, একজন সংবাদকর্মীর বাড়িতে এভাবে চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শহরে ড্রাগস ব্যবসার রমরমাই এই অপরাধের বাড়বাড়ন্তের অন্যতম মূল কারণ। দিনে দুপুরে ছিনতাই, রাতের অন্ধকারে চুরির ঘটনা সব মিলিয়ে জলপাইগুড়ি এখন কার্যত ভয় এবং অনিশ্চয়তার আবহে আচ্ছন্ন।
advertisement
advertisement
অন্যদিকে শহরবাসীর দাবি, দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং নিত্য অপরাধ দমনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নিক। পুজোর আগে নিরাপত্তা নিশ্চিত না হলে, উৎসবের আনন্দ মাটি হতে বাধ্য, এমনই আশঙ্কা অনেকের।
advertisement
জলপাইগুড়ি, যেটি একসময় শান্তিপ্রিয় শহর হিসেবে পরিচিত ছিল, এখন যেন অস্থিরতার নগরীতে পরিণত হচ্ছে। সাধারণ মানুষ তাই চাইছেন, আবারও ফিরুক সেই নিরাপদ, নিশ্চিন্ত দিনের জলপাইগুড়ি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 5:51 PM IST