টানা বৃষ্টিতে বেহাল দিল্লি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাংলার একই পরিবারের চার শ্রমিকের

Last Updated:

টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। দিল্লিতে কাজে গিয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের। শোকাহত নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামে। দিল্লির হরিনগরে শনিবার সকালে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন জন যুবক, দুই তরুণী ও দুই নাবালিকা। উদ্ধারকাজ চলছে। মৃতদের মধ্যে চারজন রয়েছেন একই পরিবারের বাসিন্দা। সকলেই মুর্শিদাবাদের নওদার বাসিন্দা।

দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু নওদার একই পরিবারের চারজনের! কান্নার রোল পরিবারে
দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু নওদার একই পরিবারের চারজনের! কান্নার রোল পরিবারে
নওদা, কৌশিক অধিকারী: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। দিল্লিতে কাজে গিয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের। শোকাহত নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামে। দিল্লির হরিনগরে শনিবার সকালে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন জন যুবক, দুই তরুণী ও দুই নাবালিকা। উদ্ধারকাজ চলছে। মৃতদের মধ্যে চারজন রয়েছেন একই পরিবারের বাসিন্দা। সকলেই মুর্শিদাবাদের নওদার বাসিন্দা।
জানা গিয়েছে, পরিবারের মুখে হাসি ফোটাতেই দিল্লিতে ছিলেন নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল সেখ। দিল্লির হরিনগরে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে থাকতেন সকলেই। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে ভাবতে পারেননি পরিবারের সদস্যরা রবিউল সেখের পরিবার।
advertisement
রবিউল শেখ তার স্ত্রী ও দুই কন্যা সন্তান কে নিয়ে দিল্লির হরিনগরে ভাড়া বাড়িতে থাকতেন। রবিউল শেখ ও তার স্ত্রী রুবিনা বিবি এবং তাদের দুই নাবালিকা কন্যা সন্তান হাসিনা খাতুন, রুকসানা খাতুন কে নিয়ে চলত সংসারযাপন। যে বাড়িতে ভাড়া থাকতেন তারা সকলেই মারা যান দেওয়াল চাপা পড়ে। আর এই ভাড়া বাড়িতেই থাকতেন অনেকেই।তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নওদার একই পরিবারের এই চারজন বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রবিউল শেখ ও তার স্ত্রী রুবিনা বিবি, তাদের দুই নাবালিকা কন্যা সন্তান হাসিনা খাতুন, রুকসানা খাতুন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত আটজনের। মৃতদের নাম শবিবুল (৩০), রবিউল শেখ (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা বিবি (২৫), ডলি (২৫), রুকসানা খাতুন (৬) এবং হাসিনা খাতুন (৭)। এখনও সকলের পরিচয় পাওয়া যায়নি। সকলের দেহ উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরও কেউ ধ্বংসস্তূপে আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। দিল্লীতে বৃষ্টির কারণে শহরের একাধিক এলাকা জলমগ্ন।যে বাড়ির দেওয়াল ধসে পড়েছে, সেটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
এই ঘটনার খবর নওদাতে বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দেহ ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সকলেই। দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টিতে বেহাল দিল্লি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাংলার একই পরিবারের চার শ্রমিকের
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement