টোটো চালকদের দাদাগিরি! গণ্ডগোলের জেরে মগরাহাটে র*ক্তার*ক্তি কাণ্ড!

Last Updated:

আবারও টোটো চালকের দাদাগিরিতে মগরাহাটে ঘটে গেল রক্তারক্তি কান্ড। সূত্রের খবর পথ চলা নিয়ে বচসার জেরে টোটো চালক সঙ্গে ইঞ্জিনভ্যান চালকের গন্ডোগোলের জেরে নাক ফাটল এক ব্যক্তির।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মগরাহাট, নবাব মল্লিক: আবারও টোটো চালকের দাদাগিরিতে মগরাহাটে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। সূত্রের খবর, পথ চলতি বচসার জেরেই টোটো চালকের সঙ্গে ইঞ্জিনভ্যান চালকের গন্ডগোলের সূত্রপাত। আর তার জেরেই নাক ফাটল এক ব্যক্তির। রাস্তায় চলার সময় গাড়ি চলাচল করা নিয়ে এক ব্যবসায়ীর মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গনহাটি খেয়ালী সংঘের সামনে। জানা গিয়েছে এক ব্যবসায়ী আমতলা থেকে ইঞ্জিন ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাবার সময় গণহাটির কাছে একটি টোটো দাঁড়িয়ে ছিল, হঠাৎ ওই টোটোটি  ইঞ্জিন ভ্যানের সামনে চলে আসে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইঞ্জিন ভ্যান চালক কোনক্রমে দাঁড়িয়ে পড়েন। এরপরে টোটো চালকের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।
advertisement
advertisement
এরপরেই টোটোচালকের বাড়িতে থাকা যুবক ও টোটো চালক মিলে মারধর করার চেষ্টা করে ওই ব্যবসায়ীর ইঞ্জিন ভ্যান চালককে। অভিযোগ, এই বিবাদ ছাড়াতে গেলে মারধর করা হয় আসদাজুম্মান লস্কর নামের এক ব্যক্তিকে। এমনকি ওই ব্যক্তির ছেলেকেও মারা হয়।
advertisement
এই ঘটনার পর ওই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পরে আহত যুবককে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। টোটোর দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষজন ও খুশি নয়। তারাও এই ঘটনার প্রতিকার চেয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটো চালকদের দাদাগিরি! গণ্ডগোলের জেরে মগরাহাটে র*ক্তার*ক্তি কাণ্ড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement