North 24 Parganas News: 'ডাক্তার দিদিমণি'-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা

Last Updated:

North 24 Parganas News: আজও মধ্যমগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বোস স্পেশ্যালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের (মধ্যমগ্রাম মাতৃসদন)-এর নার্স থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ভুলতে পারেননি সেই ডাক্তার দিদির নম্র স্বভাব, আন্তরিকতা আর মুক্তোর মতো হাতের লেখার কথা।

+
স্মৃতির

স্মৃতির পাতা থেকে

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চলে গিয়েও যেন এভাবেই রয়ে গিয়েছেন তিনি। সোদপুরের বাসিন্দা আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসক, তার পুরনো কর্মস্থলের সহকর্মীদের কাছে ছিলেন ‘ডাক্তার দিদি’ নামেই পরিচিত। আজও মধ্যমগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বোস স্পেশ্যালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের (মধ্যমগ্রাম মাতৃসদন)-এর নার্স থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ভুলতে পারেননি সেই ডাক্তার দিদির নম্র স্বভাব, আন্তরিকতা আর মুক্তোর মতো হাতের লেখার কথা।
আরজিকর মেডিক্যাল কলেজে কর্মরত অবস্থায় এক বছর আগে ঘটে যায় সেই নৃশংস ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল সকলকে। যদিও অপরাধী একজন শাস্তি পেয়েছে, তবু তদন্তে সন্তুষ্ট নয় পরিবার। সহকর্মীরাও মনে করেন, এমন একজন ভাল চিকিৎসককে হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়। মধ্যমগ্রাম মাতৃসদনে আর.এম.ও হিসেবে কর্মরত ছিলেন নৃশংস হত্যার শিকার হওয়া তরুণী চিকিৎসক।
advertisement
advertisement
ওয়ার্ড মাস্টার সুশান্ত পাল জানান, একজন চিকিৎসক হিসেবে ওনার দায়িত্ববোধ ছিল আলাদা মাত্রার। হ্যান্ড-ওভার, টেক-ওভার সবকিছু অত্যন্ত যত্নের সঙ্গে করতেন। কখনও ১২ ঘণ্টা, কখনও টানা ২৪ ঘণ্টাও চিকিৎসা পরিষেবা দিয়েছেন। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নৃশংস বললেও কম বলা হবে। তদন্তও মাঝপথে থেমে গিয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে গাইনো ও ইমার্জেন্সি, সব ক্ষেত্রেই পরিষেবা দিয়েছেন ওই তরুণী চিকিৎসক।
advertisement
নার্স মঞ্জুরি দত্ত ধর স্মৃতিচারনা করে বলেন, চিকিৎসক হয়েও রোগী ও সহকর্মীদের সঙ্গে মিশতেন সহজভাবে। নানা প্রতিকূলতার মাঝেও, করোনাকালে ওনার চিকিৎসা পরিষেবা দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। আর ‘ডাক্তার দিদির’ হাতের লেখা ছিল মুক্তোর মতো, যা চিকিৎসকদের মধ্যেও প্রায় বিরল। এখনও যেন হাসপাতালের কর্মীদের চোখে ভাসছে সেই মুক্ত ঝরা লেখার কথা। বর্তমানে মধ্যমগ্রাম মাতৃসদনে বেড়েছে আইসিইউ বেড, ওপিডি পরিষেবা থেকে হয়েছে বিল্ডিং উন্নয়ন, কিন্তু হাসপাতালের কর্মীরা বলছেন যে তরুণী চিকিৎসক এখান থেকে চিকিৎসক জীবনের সূচনা করেছিলেন, তিনি আজ নেই। তাঁর অবদান, নিষ্ঠা আর হাসিমাখা ব্যবহার এই হাসপাতালের স্মৃতিতে থেকে যাবে অমলিন।
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: 'ডাক্তার দিদিমণি'-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement