Operation Sindoor: শত্রুদের উথাল-পাথাল করে বাড়ি ফিরলেন সেনা জওয়ান! জানালেন অপারেশন সিদুঁর-এর সময় ঠিক কি কি করতে হয়েছিল

Last Updated:

শত্রুদের জবাব দিয়ে নিজের মাটিতে ফিরলেন সেনা জওয়ান

+
বিশ্বজিৎ

বিশ্বজিৎ কর

আলিপুরদুয়ার: অবশেষে তিনি ফিরলেন। নিজের বাড়িতে নিজের কাছের মানুষের কাছে। ঘরের বীর জওয়ান ফেরার আনন্দে মাতোয়ারা আলিপুরদুয়ারবাসী। অপারেশন সিঁদুরের বীর জওয়ান ঘরে ফিরতেই নিউ আলিপুরদুয়ার স্টেশনে জাতীয় পতাকা ও বিশ্বজিৎ বাবুকে নিয়ে পরিক্রমা করা হল।
সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের এই নৃশংস ঘটনা কেউ ভুলতে পারেননি। কারণ বেছে বেছে পর্যটকদের ওপর জঙ্গিদের গুলি বৃষ্টি, প্রতিটি ভারতীয় মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। তারই প্রত্যুত্তরে অন্যান্য জায়গার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা তথা শহরের এই বীর জওয়ান বিশ্বজিৎ কর নিজের জীবন বাজি রেখে  সকলের প্রাণ রক্ষার্থে যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছিলেন।
advertisement
advertisement
জানা যায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজিৎ বাবু জম্বুর আখনউ-এ কর্মরত ছিলেন। অতঃপর অপারেশন সিঁদুরের এই বীর সৈনিক যুদ্ধের ময়দানে প্রত্যেক পদে পদে জীবনের ঝুঁকি নিয়ে উপযুক্ত জবাব দিয়েই, নিজের জন্মভূমি তথা আলিপুরদুয়ারের বুকে পা রাখলেন। এদিন তাকে স্বাগত জানাতে জাতীয় পতাকা সহ হাজির হয়েছিলেন আলিপুরদুয়ার শহরবাসী। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বীর জওয়ান বিশ্বজিৎ কর জানান, “আমরা সীমান্ত এলাকায় সব সময় প্রস্তুত থাকি। দেশের শত্রুদের জবাব দিতে এক ইঞ্চি জমিও ছাড়ি না আমরা। অপারেশন সিঁদুরের সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন কি কি করতে হবে। সেই অনুযায়ী কাজ করেছি আমরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিউ আলিপুরদুয়ার স্টেশনে তার এলাকার অনেকেই সম্মাননা জ্ঞাপন করেন। নিজের শহরের তথা এলাকার বহু নাগরিক তাকে এইভাবে সম্মান জানাবে বিশ্বজিৎ বাবু কল্পনাও করতে পারেননি। নিজের ছেলেকে বহুদিন পর দেখতে পেয়ে তিনিও আবেগপ্রবণ হয়ে যান।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Operation Sindoor: শত্রুদের উথাল-পাথাল করে বাড়ি ফিরলেন সেনা জওয়ান! জানালেন অপারেশন সিদুঁর-এর সময় ঠিক কি কি করতে হয়েছিল
Next Article
advertisement
Bankura News: মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
  • আমেরিকা থেকে ভারতে ফেরার পথে খোয়া গেল মালপত্র!

  • চরম উদ্বেগে বাঁকুড়ার শিক্ষিকা৷

  • এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
advertisement