Alipurduar News: 'কোথায় যে চলে গেলেন, বুঝলাম না...', মহাকুম্ভ থেকে নিখোঁজ মা! ছেলে ছুটল প্রয়াগরাজ

Last Updated:

Alipurduar News: প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়ে নিখোঁজ জয়গাঁর এক মহিলা। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি ওই বৃদ্ধা মহিলাকে। এমনটাই দাবি তাঁর সঙ্গে যাওয়া বাকি সঙ্গীদের। নিখোঁজ মহিলার চিন্তায় উদ্বিগ্ন সকলে।

+
নিখোঁজ

নিখোঁজ মহিলা

আলিপুরদুয়ার: প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়ে নিখোঁজ জয়গাঁর এক মহিলা। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি ওই বৃদ্ধা মহিলাকে। এমনটাই দাবি তাঁর সঙ্গে যাওয়া বাকি সঙ্গীদের। নিখোঁজ মহিলার চিন্তায় উদ্বিগ্ন সকলে।
জানা গিয়েছে গত ১৬ ফেব্রুয়ারি জয়গা থেকে প্রয়াগরাজে মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাতজনের একটি দল। তার মধ্যে ছিলেন নিখোঁজ এই মহিলা। যার নাম চম্পাদেবী জয়সওয়াল। তার বয়স ৬৫ বছর। তার সঙ্গে গিয়েছিলেন দেওর শংকর লাল জয়সওয়াল, ছোট ছেলে সঞ্জয় জয়সওয়াল ও পুত্রবধূ দেবী জয়সওয়াল। পাড়ার থেকে আরও তিনজন মহিলাও গিয়েছিলেন সঙ্গে।
advertisement
advertisement
জয়গার ভগৎ সিং নগরে বাড়ি নিখোঁজ চম্পা দেবীর। ১৭ ফেব্রুয়ারি তাঁরা মহাকুম্ভে পৌঁছে স্নান করতে যান। এরপর সেখান থেকে স্থানীয় মন্দির দর্শনে যান তাঁরা সেখানে রাস্তায় হটাৎ করেই চম্পাদেবীকে আর দেখতে পারছিলেন না তাঁর সাথীরা।এরপর সেখানে নিখোঁজ শিবিরে চম্পাদেবীর নাম নিয়ে অনেক ঘোষণা করা হলেও তাঁর খোঁজ মেলে না। এরপর তাঁরা প্রয়াগরাজের নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করে গত পরশু জয়গাঁতে আসে। এরপরেও চম্পাদেবীর কোনও খোঁজ না মেলায় গতকাল রাতে তাঁর ছোট ছেলে সঞ্জয় জয়সয়াল ফের চলে যান প্রয়াগরাজে।
advertisement
এদিকে এদিন বিকেলে জয়গাঁ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন চম্পাদেবীর দেওর শঙ্করলাল জয়সয়াল। তিনি জানান, “আমার বৌদির বয়স হয়েছে। মনে কম রাখতে পারেন, যদিও তাঁর বাড়ির ঠিকানা জানেন। কিন্তু এত ভিড়ে কোথায় যে চলে গেলেন, বুঝলাম না। অনেক খুঁজেছি, পেলাম না। কোনও দুর্ঘটনা না ঘটে যায় বৌদির সঙ্গে, এই ভয়ে রয়েছি আমরা।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: 'কোথায় যে চলে গেলেন, বুঝলাম না...', মহাকুম্ভ থেকে নিখোঁজ মা! ছেলে ছুটল প্রয়াগরাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement