Kali Puja 2025: ভাগীরথীর তীরে ৩০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে কার্তিক অমাবস্যায় মহা সমারোহে বসে পুজোর আসর

Last Updated:

Kali Puja 2025:প্রায় ৩০০ বছরেরও অধিক সময় ধরে মালদহের খাসকল গ্রামে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় পুজিত হয়ে আসছেন মা পাগলী কালী। প্রতিবছরই তিথি অনুযায়ী কার্তিক মাসে পুজো হয় প্রথা মেনে।

+
মালদহের

মালদহের খাসকলের পাগলী কালী মন্দির

মালদহ, জিএম মোমিন: কেউ চেনে পাগলী কালী তো কেউ চেনে উদাসী কালী নামে। মালদহের ভাগীরথী নদী তীরবর্তী এই কালী মন্দিরের ইতিহাস আজও অজানা অনেকের কাছে। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে মালদহের খাসকল গ্রামে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় পূজিত হয়ে আসছেন মা পাগলী কালী। প্রতিবছরই তিথি অনুযায়ী কার্তিক মাসে পুজো হয় প্রথা মেনে। কোনও প্রতিমা নয়, ঘট সমাধির পুজো হয় এই মন্দিরে। স্থানীয়দের কথায়, প্রায় ৩০০ বছর আগে স্থানীয় এক ব্যক্তি কালু ঘোষ এবং অমর ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন। সেই থেকে আজও প্রথা মেনে প্রতিবছর কার্তিক মাসে কালী পুজো করা হয়। তাই আসন্ন কালীপুজোর আগে মন্দিরে শুরু হয়েছে সংস্কারের কাজ।
গ্রামবাসীরা জানান, “প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দির। স্থানীয় এক বাসিন্দা কালু ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে প্রতিবছর কার্তিক মাসে মা পাগলী কালী পুজো হয়। জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনের সমাগম ঘটে। পাশাপাশি পুজো উপলক্ষে বসে মেলাও।”
আরও পড়ুন : তারাপীঠের কাছেই দক্ষিণাকালীর এই মন্দির কয়েকশো বছরের পুরনো, ঐতিহ্যের সাক্ষী হতে আসুন দীপান্বিতা অমাবস্যায়
বিশেষ কোনও ভোগের আয়োজন না থাকলেও গ্রামবাসীরা মিলে ধুমধাম সহকারে পুজো দেন এই মন্দিরে। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলাও। গ্রামবাসীদের দাবি, শুধু জেলা নয় মা পাগলী কালীর এই মন্দিরে পুজোর সময় সমাগম ঘটে হাজারো ভক্তদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: ভাগীরথীর তীরে ৩০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে কার্তিক অমাবস্যায় মহা সমারোহে বসে পুজোর আসর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement