Kali Puja 2025: তারাপীঠের কাছেই দক্ষিণাকালীর এই মন্দির কয়েকশো বছরের পুরনো, ঐতিহ্যের সাক্ষী হতে আসুন দীপান্বিতা অমাবস্যায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Kali Puja 2025: দিন কয়েক পরেই কালীপুজো, আর এই কালীপুজোর সময় তারাপীঠ থেকেও তারাপীঠ মন্দিরের পুরোহিতরা ছুটে আসেন এই মন্দিরে, কী এমন মাহাত্ম্য রয়েছে
বীরভূম,সৌভিক রায়: আর দিন কয়েক পরেই দীপান্বিতা কালীপুজো। আর এই দীপান্বিতা কালীপুজোর দিন পুণ্যার্থীদের প্রত্যেক বছর ভিড় জমে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে। তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই আর সেই কারণেই লক্ষ্মীপুজোর সময় মা তারা লক্ষ্মীরূপে, কালীপুজোর সময় কালী রূপে, এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে পুজিত হন। এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে চলতি মাসের ২০ অক্টোবর দুপুর ২টো৫৭ থেকে এবং শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬মিনিটে। অমাবস্যা তিথি শুরু হলেই তারা মাকে কালী রূপে পুজো দেওয়া শুরু হবে তবে এই তারাপীঠ থেকেই মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে উদয়পুর গ্রাম।
উদয়পুর গ্রামের কালী পুজোর দায়িত্বে যিনি রয়েছেন বর্তমানে দিলীপ কুমার বন্দোপাধ্যায় তিনি আমাদের জানান এই পুজো আনুমানিক কত বছর আগে শুরু হয়েছিল তা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানেন না। তবে অনেকের বিশ্বাস এবং অনেকেই মনে করেন তারাপীঠের মা তারার মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে রয়েছে উদয়পুর গ্রামের এই কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে তারাপীঠ মন্দিরের প্রায় ৯০% সেবায়েতরা এই পুজোর সময় যুক্ত রয়েছেন।
advertisement
আরও পড়ুন : বসেছে জমজমাট মেলা, প্রাচীন কালীপুজো উপলক্ষে পুরুলিয়ার এই এলাকায় বইছে আনন্দস্রোত
বীরভূমের তারাপীঠ মন্দির থেকে সামান্য দূরেই রয়েছে উদয়পুর গ্রাম। দ্বারকা নদীর তীরে তারাপীঠের তারা মা, মুন্ডুমালিনীতলার তারা মা, আর এই উদয়পুরে দক্ষিণা চামুন্ডা মা খুব নিকটে অবস্থান করে একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্র তৈরি করেছে। তারাপীঠ থেকে উদয়পুর খুব বেশিদূর নয়। খুব কাছেই। এখানেই রয়েছেন মা দক্ষিণা চামুণ্ডা কালী। মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনও মূর্তি নেই। রয়েছে মায়ের শীলাময়ী রূপ। ওই পাথরের শিলাতেই ধাতু দিয়ে চোখ, নাক, জিহ্বা ঠোঁট নির্মাণ করে কালী রূপ দেওয়া হয়েছে। তাই এবার বীরভূম গেলে অবশ্যই ঘুরে আসুন এই পুণ্যক্ষেত্রে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 7:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: তারাপীঠের কাছেই দক্ষিণাকালীর এই মন্দির কয়েকশো বছরের পুরনো, ঐতিহ্যের সাক্ষী হতে আসুন দীপান্বিতা অমাবস্যায়