#কোচবিহারঃ জল্পেশ যাওয়ার পথে পিক-আপ ভ্যানে শট সার্কিট হয়ে মৃত্যু হয়েছে ১০ পূণ্যার্থীর। রাতে এই ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা ধরলা নদীর সেতুর কাছে৷ পূণ্যার্থী বোঝাই পিকাপভ্যানটিতে জেনারেটরে শটসার্কিট হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পূন্যার্থীদের গাড়িতে ছিলে আলোর সমাহার, বাজানো হচ্ছিল বিশেষ ধরনের সাউন্ড বক্স। আর সেই কারণেই তৈরি জেনারেটরের ইলেকট্রিক লাইনে সর্ট-সার্কিট হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনাটি ঘটেছিল রাত ১২টার পর। সেই সময় বাড়িতে অনেকেই শুয়েছিলেন গাড়ির মধ্য়ে। কয়েকজন ছিলেন গাড়িতে দাঁড়িয়ে। খবর, যাঁরা শুয়ে ছিলেন গাড়িতে, তাঁদের মধ্যেই মৃতের সংখ্যা অত্যাধিক পরিমাণে বেশি। আর যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের কোমরের কাছে একটি করে কালো দাগ দেখতে পেয়েছেন তাঁরা। সেই কারণেই পুলিশ মনে করছে, শর্ট-সার্কিট হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: তৈরি ব্লু প্রিন্ট! দুর্নীতি আন্দোলনের আঁচ এবার দিল্লিতেও! তুমুল তৎপর গেরুয়া শিবির
পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি শীতলকুচি এলাকায়। আহত হয়েছেন আরও ১৬ জন পূণ্যার্থী। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই পিকাপভ্যানের চালক পলাতক বলেন জানান পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানান, মাথাভাঙ্গা হাসপাতালে ময়নাতদন্ত হবে মৃতদের। জানা গিয়েছে প্রায় ২৭ জন পূণ্যার্থীকে নিয়ে পিকাপভ্যানটি শীতলকুচি থেকে জলপাইগুড়ি জেলায় জল্পেশের পথে রওনা হয়েছিল৷ রাত ১২ টা নাগাদ পিকাপভ্যানটি যখন চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার করছিল তখন জেনারেটরে শটসার্কিট হয়েছিল। পুলিশ জানিয়েছে মৃতদের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে।
প্রবীর কুণ্ডু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident