North 24 Parganas News: বসিরহাটের গ্রামে স্মার্ট স্কুল! আধুনিক পরিকাঠামো টেক্কা দিচ্ছে শহরের নামীদামী স্কুকেও
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
বসিরহাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। স্কুলের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামীদামী স্কুলকেও।
বসিরহাট: বসিরহাটের প্রত্যন্ত গ্রামের স্কুলে স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি, রয়েছে মাল্টি জিম, বিজ্ঞান পরীক্ষাগার। স্কুলেই দেখা মিলছে ছাত্র-ছাত্রীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। তবে এমনটি কলকাতা কিংবা কোন শহরের বেসরকারি স্কুল নয়। বসিরহাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। স্কুলের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামীদামী স্কুলকেও।
রাজ্যের একাধিক স্কুলে যখন শিক্ষক-শিক্ষিকার অভাবের পাশাপাশি কখনো কখনো স্কুলের প্যালেস্তারা খসে পড়া, সহ একাধিক দুরবস্থার কথা সামনে এসেছে। ঠিক সেসময় যেন পথ দেখাল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯০০, আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে যে কোনও বেসরকারি হাইটেক স্কুলকেও। স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামো পদ্ধতিতে তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয় পত্র মেশিনের দাঁড়ালে মুখ ও চোখের স্ক্যান কিংবা বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপের মাধ্যমে উপস্থিত গ্রহণ করা হয়। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে।
advertisement
পুরো স্কুল চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, ইতিমধ্যেই স্কুলে চালু হয়েছে মাল্টি জিম, ছাত্রছাত্রীদের সৃজনশীন বিজ্ঞান বিকাশের জন্য তৈরি হয়েছে বিজ্ঞান পরীক্ষাগার। স্কুলের সমস্ত দেওয়াল, কংক্রিটের স্তম্ভগুলিকে একাধিক শিক্ষাণীয় বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলে প্রত্যন্ত এলাকার গ্রামের স্কুলই যেন এবার পথ দেখাচ্ছে অন্যদের।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2023 5:55 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বসিরহাটের গ্রামে স্মার্ট স্কুল! আধুনিক পরিকাঠামো টেক্কা দিচ্ছে শহরের নামীদামী স্কুকেও








